পরিবার কল্যাণ সহকারী ভাইভা অভিজ্ঞতা। বিগত সালের পরিবার পরিকল্পনা সহকারী পদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা হলো। নিচের ভাইভাটি দেখে ধারণা নিতে পারেন। যে আসলেই প্রশ্ন কেমন হয়ে থাকে তবে নিজে জেলা উপজেলা এমনকি গ্রাম মুক্তিযোদ্ধা আপনার প্রতিযোগিতায় এগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে সুতরাং চিন্তা না করে এসব বিষয়ে ভালো করে প্রস্তুতি নিন।
পরিবার কল্যাণ সহকারী ভাইভা অভিজ্ঞতা
পদের নাম: পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর
বোর্ডে অবস্থানকাল: ৯ – ১০ মিনিট
প্রার্থীর নাম: মোছা: শারমিন নাহার
প্রার্থী: (বেল বাজার সাথেই দরজা খুলে বললাম) আসতে পারি, স্যার?
বোর্ড: আসুন।
প্রার্থী: চেয়ারের কাছে গিয়ে আসসালামু আলাইকুম বলে দাঁড়িয়ে থাকলাম।
বোর্ড: সালামের উত্তর দিয়ে বসতে বললেন।
প্রার্থী: ধন্যবাদ দিয়ে বসলাম।
বোর্ড: আপনি কী বিষয়ে পড়াশুনা করেছেন?
প্রার্থী: আমি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) পাস করেছি।
বোর্ড: ‘আমি বাংলার গান গাই’ গানটা কে লিখেছেন?
প্রার্থী: ‘আমি বাংলার গান গাই’ গানটির সুরকার ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়।
বোর্ড: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
প্রার্থী: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বোর্ড: এটা কে স্বীকৃতি দিয়েছিলো?
প্রার্থী: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
বোর্ড: ইউনেস্কো বঙ্গবন্ধুর কোন ভাষণকে মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে তালিকাভুক্ত করে?
প্রার্থী: ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে তালিকাভুক্ত করে।
বোর্ড: আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছেন?
প্রার্থী: আমি পরিবার কল্যাণ সহকারী পদের জন্য আবেদন করেছি।
বোর্ড: এই পদের কাজ কী?
প্রার্থী: পরিবার কল্যাণ সহকারী পদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে সক্ষম দম্পতি রেজিস্ট্রেশন ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের জন্য মোটিভেশন প্রদান, নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করার জন্য গর্ভবতী রেজিষ্ট্রেশন ও গর্ভকালীন সেবা দান করা, বন্ধ্যা দম্পতির তথ্য সংগ্রহ, পরামর্শ প্রদান ও অন্যত্র রেফার করা, পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ করা, কমিউনিটি ও ইপিআই কেন্দ্রে সেবা প্রদান করা ইত্যাদি।
বোর্ড: পরিবার পরিকল্পনার পদ্ধতি কয়টি?
প্রার্থী: পরিবার পরিকল্পনার পদ্ধতি দুইটি। সেগুলো হলো স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি। অস্থায়ী আবার দুই প্রকার। সেগুলো হলো স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদ্ধতি।
বোর্ড: স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদ্ধতিগুলো কী কী? / অস্থায়ী পদ্ধতিগুলো কী কী?
প্রার্থী: স্বল্পমেয়াদি পদ্ধতিগুলো হলো খাবার বড়ি বা পিল, ইনজেকশন ও কনডম। আর দীর্ঘমেয়াদি পদ্ধতিগুলো হলো Intra-Uterine Device (IUD) ও ইমপ্ল্যান্ট।
বোর্ড: স্থায়ী পদ্ধতিগুলো কী কী?
প্রার্থী: স্থায়ী পদ্ধতিগুলো হলো পুরুষ বন্ধ্যাকরণ বা No-Scalpel Vasectomy (NSV) ও মহিলা বন্ধ্যাকরণ বা টিউবেকটমি বা লাইগেশন।
বোর্ড: ঠিক আছে, এবার আসেন।
প্রার্থী: ধন্যবাদ ও সালাম দিয়ে প্রস্থান।
১০০+ ভাইভা অভিজ্ঞতা নিয়ে রচিত ১১-২০ গ্রেডের সরকারি চাকরির ভাইভার জন্য বাজারের প্রথম ও একমাত্র বই ক্র্যাক বেসিক ভাইভা। বইটি পড়ুন, ভাইভায় বাজিমাত করুন।