অনার্স ৪র্থ বর্ষ ভাইবা পরীক্ষাঃ
১০০ মার্কের ভাইবা পরীক্ষা হবে ২০১৩/১৪ শিক্ষাবর্ষ থেকে।
.
এবার ১০০ মার্কে ভাইবা হওয়াতে A+ উঠানো অনেক কষ্টকর হবে।
.
ভাইবার জন্য কি কি পড়বেনঃ
*আপনি যেই বিষয়ে অনার্স করছেন তার সম্পর্কে ধারণা নিবেন।
*অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় যেই ১ মার্কের প্রশ্নগুলো ছিল এগুলো পড়ে যাবেন।
* ৪র্থ বর্ষ পরীক্ষায় যে বিষয়ে ভাল পরীক্ষা দিয়েছেন সেই বিষয় ভাল করে পড়ে যাবেন।
*৪র্থ বর্ষের বিষয় গুলোর নাম এবং বিষয় কোড।
*কলেজের প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপাল,ডিপার্টমেন্ট প্রধানের নাম এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের নামগুলো জেনে রাখবেন।
*রোল,রেজিঃ নাম্বার এবং পূর্বের ফলাফল জিজ্ঞাস করতে পারে।
*যেহেতু এবার ১০০ মার্কে ভাইভা সময় এবং প্রশ্নের পরিমাণ বেশি হতে পারে।
.
কেমন পোশাক পড়তে হবেঃ
ছেলেদের ফর্মাল ড্রেস পড়ে যেতে হবে, মেয়েদের ক্ষেত্রে শাড়ি,থ্রি পিস,যারা বোরকা পড়েন পড়ে যেতে পারেন মুখ খোলা রাখবেন।
.
কি কি নিয়ে পরীক্ষা দিতে যেতে হবেঃ
যেহেতু ভাইবাও একটা পরীক্ষা তাই এডমিট,রেজিঃ কার্ড,কলম,ক্যাল
কুলেটর,স্কেল নিয়ে যাবেন।
.
রুমে ঢুকার পূর্বে সালাম দিয়ে ঢুকবেন এবং বসার
পূর্বে অনুমতি নিয়ে বসবেন।
এমন কোন আচরণ করবেন না যাতে শিক্ষক বিরক্ত হয়। প্রশ্নের উত্তর না পারলে সরি বা সরাসরি বলে দিবেন উত্তর মনে পড়ছেনা।
.
ভাইবা বোর্ডে ৪/৫ জন শিক্ষক থাকতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অন্য যেকোন কলেজ থেকে একজন শিক্ষক থাকবেন,
যেই কেন্দ্রে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্ট প্রধান,ডিপার্টমেন্টের ২/৩ জন শিক্ষক,আপনার কলেজের ডিপার্টমেন্ট প্রধান।