সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা এর স্মারক নং : ৪৬.00.0000.002.22.822 তারিখঃ ১৫ মার্চ ২০২৩ হিঃ মূলে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে সুনামগঞ্জ পৌরসভার রাজস্ব খাতে নিম্নবর্ণিত ০২ টি শূণ্যপদে লোক নিয়োগের নিমিত্তে
প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় নিয়োগ শর্তাবলীঃ
১. আবেদনপত্রে
- (ক) প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজী),
- (খ) পিতা/স্বামীর নাম,
- (গ) মাতার নাম,
- (ঘ) স্থায়ী ঠিকানা,
- (ঙ) বর্তমান ঠিকানা,
- (চ) জন্ম তারিখ (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অনুযায়ী),
- (ছ) জাতীয়তা,
- (জ) ধৰ্ম,
- (ঝ) শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বোর্ড/বিশ্ববিদ্যালয়ের নাম, প্রাপ্ত জিপিএ/সিজিপিএ, উত্তীর্ণ হওয়ার বছর),
- (ঞ) কোটার নাম (যদি থাকে),
- (ট) অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখপূর্বক মেয়র, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ বরাবর আবেদন করতে হবে ।
২. আবেদনকারীর বয়স ১২/০৪/২০২৩ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয় । জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.11.017.২৩.১৪৯ সংখ্যক স্মারকের প্রেক্ষিতে প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।
৩. আবেদনপত্র আগামী ১২/০৪/২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে মেয়র, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ এর ঠিকানায় পৌঁছাতে হবে। সরাসরি / কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোন আবেদন পত্র গ্রহন করা হবে না। নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে ।
৪. আবেদনপাত্রর সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ
- (ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ।
- (খ) সংশ্লিষ্ট মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র
- (গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
- (ঘ) প্রার্থীকে আবেদনের সাথে পরিক্ষার ফি বাবদ (অফেরৎযোগ্য) মেয়র, সুনামগঞ্জ পৌরসভার অনুকূলে ০১ নং ক্রমিকে ৫০০/- (পাঁচশত) টাকা এবং ০২ নং ক্রমিকে ৩০০/ (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার দাখিল করতে হবে ।
- (ঙ) জাতীয় পরিচয়পত্র/ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ।
- (চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
- (ছ) নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজ নাম ও ঠিকানা সম্বলিত ৯.৫ x ৪.৫” সাইজের ১৫/- (পনেরো) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেট সহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে ।
৫. প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সে ক্ষেত্রে তাকে তার পিত্তা-মাতার অনুকূলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে ।
৬. প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর এর তালিকাভুক্তির সনদপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে ।
৭. চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ে আবেদন করতে হবে ।
৮. কোটা সম্পর্কিত সর্বশেষ প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে ।
৯. নিয়োগের ক্ষেত্রে পৌরসভার কর্মচারী চাকুরি বিধিমালা, ১৯৯২ এবং মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত নির্দেশনা (স্মারক নং-১১৭৫ তারিখঃ ০৩.১০.২০১১ খ্রিঃ) যথাযথ ভাবে অনুসরণ করা হবে ।
১০. অসম্পূর্ণ,ত্রুটিপূর্ণ ও বিলম্ব প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যয়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সীলমোহর থাকতে হবে ।
১১. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরিক্ষা প্রদানকালে আবেদন ফরমে উল্লেখিত সকল তথ্যের অনূকূলে মূল সনদ দাখিল করতে হবে ।
১২. হামের উপর স্পষ্টাক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম ও কোটা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
১৩. কোন তথ্য গোপন করে চাকুরীতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গহণ করা হবে ।
১৪. প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদেরকে পরীক্ষার দিন তারিখ ও স্থান যথা সময়ে পত্রের মাধ্যমে জানানো হবে। প্রার্থীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না ।
১৫. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।