ব্যাংক জব পাওয়ার একটা অন্যতম হাতিয়ার হলো ইংলিশ

ব্যাংক জব পাওয়ার একটা অন্যতম হাতিয়ার হলো ইংলিশ, এখানে তিনটা ভাগে বিষয় গুলো বিভক্ত, সেগুলো হলো
ভোকাবুলারি, গ্রামার আর মুখস্থ পার্ট! যারা নতুন একদম তারা এভাবে শুরু করতে পারেন! সোজা সাপ্টা হিসাব হলো মাস্টার বা টিউটর নিবেন বই গুলোকে সেগ্মেন্ট অনুযায়ী ভাগ করবেন, এবার শুরু পড়া!

ভোকাবুলারি ইহা একটা মারাত্মক জিনিস জানলে অনেক না জানলে সব ই কঠিন, অনেকে অনেক বই পড়ে আমার ধারণা হলো বিগত প্রশ্ন, মাস্টার বা টিউটর থেকে বুঝ্র বুঝে জাস্ট রিড আউট দেয়া, অনেক গুলা এক সাথে না পড়ে ডেইলি ১০/২০/৩০ এমনে পড়েন অথবা আগে বিগত গুলো শেষ করেন!

 

গ্রামার একা অনেক টপিক বুঝা যায় না সেক্ষেত্রে ইউটিউব অথবা কোন ভাই/বোন ভালো পড়ালে তার থেকে রুলস গুলো পড়ে নিবেন, লাগলে এক্ট্রা পেমেন্ট দিবেন তাও বুঝে নিবেন! সব কিছু কাটাকাটি করলে ১৫ টা টপিক আপনাকে জানতে হবে গ্রামার এর জন্য যাহা মোটামুটি ৩/৪ মাসে শেষ করা যায়!

রিটেন অংশে ভালো করার ওয়ে হচ্ছে প্রচুর পড়া আর ট্রান্সলেশন আপনি ভোকাবুলারি পারলে এমনি পারবেন!
মুখস্থ অংশে আসলে মুখস্থ ছাড়া কোন সাইন্স ই কাজে আসবে না এখানে শর্ট কাট ফলো করবেন তোহ মরবেন!
সারাংশ হলো আপনার ওয়ে আপনি চুস করবেন আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম জাস্ট বললাম!

টোটাল ৭/৮ মাস ইনভেস্ট করুন প্রিপারেশন নিন!

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা ২০২৪

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা প্রকাশ। বিএসসি ইন নার্সিং(৪ বছর), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স …