এইচএসসি ও স্নাতকের শিক্ষার্থীদের সুদমুক্ত শিক্ষাঋণের দরখাস্ত আহ্বান। হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘মেধা লালন প্রকল্পের’ অধীনে শিক্ষার্থীদের সুদমুক্ত শিক্ষাঋণ প্রদান করবে। দেশের সব শিক্ষা বোর্ড থেকে শুধু ২০২২ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদন জমা দেয়ার শেষ সময় ৩০ মার্চ।
নির্ধারিত আবেদন ফর্ম ফাউন্ডেশন-এর অফিস থেকে সরাসরি অথবা ফাউন্ডেশনের ওয়েবসাইট hdfbd.com থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফর্ম পূরণ করে জমা দেবার শেষ তারিখ ৩০ মার্চ ২০২৩। ডাকযোগে বা সরাসরি অফিসে (শুক্র, শনি ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ) আবেদন ফর্ম জমা দেওয়া
এইচএসসি ও স্নাতক শিক্ষার্থীদের সুদমুক্ত শিক্ষা ঋণের সুযোগ
আবেদন করবেন যেভাবে:
ডাকযোগে বা সরাসরি অফিসে (শুক্র, শনি ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত) আবেদন ফরম জমা দেওয়া যাবে। শিক্ষাঋণ ও শিক্ষা উপকরণ কেনার জন্য অনুদানের পরিমাণ:
উচ্চমাধ্যমিক শ্রেণি:
- মাসিক শিক্ষাঋণ: ১,১৫০ টাকা
- অনুদান: (প্রতি শিক্ষাবর্ষে) বিজ্ঞান/ভোকেশনাল: ৭০০ টাকা, মানবিক/বাণিজ্য/অন্যান্য: ৫০০ টাকা
স্নাতক শ্রেণি:
- মাসিক শিক্ষাঋণ: জেনারেল: ১,৭০০ টাকা, টেকনিক্যাল: ১, ৮০০ টাকা
- অনুদান: (প্রতি শিক্ষাবর্ষে) জেনারেল: ১,০০০ টাকা, টেকনিক্যাল: ২,০০০ টাকা
শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত ছাত্র-ছাত্রীদেরকে চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য আহ্বান করা হবে। প্রকল্প সংশ্লিষ্ট সকল বিষয়ে ফাউন্ডেশনের সিদ্ধান্তই চূড়ান্ত।
নির্বাহী পরিচালক
হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন