আইএইচটি কোর্স কারিকুলাম ও প্রমোশন শর্তাবলী। আইএইচটির নতুন কোর্স কারিকুলাম অনুয়ায়ী ৬০% এ পাশ। লিখিত, ভাইভা, প্রাকটিকাল এবং ফরমেটিভ এ প্রতি টায় আলাদাভাবে পাশ করতে হবে (আগের মতোই)। GPA পদ্ধতিতে ফলাফল দেওয়া হবে। এছাড়াও Carry-on পদ্ধতি চালু করা হয়েছে।
আইএইচটি কোর্স কারিকুলাম ও প্রমোশন শর্তাবলী
Carry-on:
- একজন শিক্ষার্থীকে ১ম বর্ষের ৫ টি বিষয়ের মধ্যে অন্তত ৩ টি বিষয়ে পাশ করতে হবে তাহলে সে ২য় বর্ষের ক্লাসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে অন্যথায় সে ২য় বর্ষের ক্লাস করতে পারবে না (অর্থাৎ কোনো শিক্ষার্থী প্রথম বর্ষে ৩ বিষয় বা তার বেশি বিষয়ে ফেল করলে সে ২য় বর্ষের ক্লাস করতে পারবে না)।
- ২য় বর্ষের ৫ টি বিষয়ের মধ্যে অন্তত ৩ টি বিষয়ে পাশ করতে হবে তাহলে সে ৩য় বর্ষের ক্লাসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে।
- এইরূপ ভাবে ৩য় বর্ষের ৩ টি বিষয়ের মধ্যে অন্তত ২ টি বিষয়ে পাশ করতে হবে তাহলে সে ৪র্থ বর্ষের ক্লাসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে।