রুমমেটের সাথে সুসম্পর্ক রাখার উপায়

১. লাইট :
আপনার রুমমেট যখন ঘুমাবে, তখন আপনি রুমের লাইট জ্বালাবেন না। এক্ষেত্রে আপনার প্রয়োজন হলে ব্যক্তিগত টেবিল ল্যাম্প ব্যবহার করুন।

২. কথা বলা :
আপনার বাড়িতে/ আত্মীয় স্বজনের সাথে মোবাইলে কথা বলার সময় লক্ষ্য রাখবেন আপনার রুমমেটের ঘুমের/পড়ার যেন কোন ক্ষতি না হয়। জিএফ/বিএফ এর সাথে বেশি রাতে কথা বলার প্রয়োজন হলে রুমের বাইরে গিয়ে কথা বলুন।

৩. আড্ডা :
আপনার রুমমেট ঘুমাচ্ছে কিংবা পড়ছে এমন সময়, আপনি আপনার বন্ধুদের নিয়ে রুমে আড্ডা না দেওয়ার চেষ্টা করুন।

৪.গজল বা ওয়াজ শোনা :
গজল বা ওয়াজ শোনা আপনার খুব পছন্দ। এমনকি ওয়াজ বা গজল না,শুনলে আপনার ঘুম হয় না! এক্ষেত্রে আপনি হেডফোন/ ইয়ারফোন ব্যবহার করুন।

৫. ব্যক্তিগত বিষয় :
আপনার রুমমেটের ব্যক্তিগত কোন বিষয়ে নাকগলাতে যাবেন না। এতে সে বিব্রতবোধ হতে পারে। এমনকি রুমমেট কে না বলে তার কোন জিনিস ব্যবহার করা অনুচিত। হোক সেটা স্যান্ডেল, সাবান, টুথপেষ্ট কিংবা তোয়ালে।

৬. শব্দ :
দরজা/জানালা লাগানোর সময় সতর্ক থাকুন যেন জোরে কোন শব্দ না হয়। এতে আপনার রুমমেটের পড়ায়/ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।

৭. খাওয়া :
খাওয়ার সময় কথা না বলার চেষ্টা করুন। খাওয়ার সময় অনেকের মুখ থেকে এক ধরনের শব্দ বের হয়। যা আপনার রুমমেটের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

৮. ব্রাশ কর :
হেটে হেটে বা অন্যের রুমে গিয়ে ব্রাশ করার অভ্যাস থাকলে তা পরিহার করুন।

৯. গোপনীয়তা রক্ষা :
রুমমেটের গোপনীয়তা রক্ষা করতে হবে। কারণ ফ্যামিলির পর রুমমেটই একমাত্র ব্যক্তি যে সবকিছু খুব কাছ থেকে দেখতে পাই। নিজেদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকুন।

সর্বোপরি, সম্পর্কের ওপর অনেক কিছু নির্ভর করে। তবুও এমন কিছু না করার চেষ্টা করুন, যেটাতে আপনার রুমমেট বিরক্তবোধ করেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা ২০২৪

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা প্রকাশ। বিএসসি ইন নার্সিং(৪ বছর), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স …