প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষার সময়সূচী । প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গত ২৪-০২-২০২৩ তারিখ সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা এবং তেজগাঁও কলেজ, ফার্মগেট, ঢাকায় বিভিন্ন গ্রেডের পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ০৪-০৩-২০২৩ তারিখে সংশ্লিষ্ট পদসমূহের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত এবং ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও-এ উল্লিখিত সময়ে অনুষ্ঠিত হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
অনিবার্য কারণে উপরি-বর্ণিত সময়সূচি পরিবর্তেনের ক্ষমতা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে।
০২। প্রার্থীকে তাঁর প্রবেশ পত্র, আবেদন পত্রের মূলকপি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও সনদপত্রের এক সেট ফটোকপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) এবং অভিজ্ঞতা ও কোটা প্রমাণের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট সকল সনদের মূলকপি এবং ফটোকপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) সঙ্গে আনতে হবে।
০৩। মৌখিক পরীক্ষার সময় মূল কপি উপস্থাপন করতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে।
চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়া, নির্বাচিত প্রার্থীদের তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.archaeology.gov.bd) এবং নোটিশবোর্ডে প্রকাশ করা হবে।