বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’। উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম লজিস্টিক/এটিসি/ জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ এডিডব্লিউসি গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।
লজিস্টিক/এটিসি এডিডব্লিউসি প্রার্থীদের শাখা উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় সাধারণ গণিত/হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড-‘এ’। ফিন্যান্স GCE ‘ও’ এবং ‘এ’ লেভেল ‘ও’ লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি’। ‘ও’ লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি’।
এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। ‘ও’ লেভেলে গণিত/হিসাব বিজ্ঞান-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি’ এবং ‘এ’ লেভেলে গণিত/হিসাব বিজ্ঞান-সহ কমপক্ষে ২টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি’।
৯০তম বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৪
৮৮ তম বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৩
অন্যান্য যোগ্যতা
নাগরিকত্বঃ বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।
বয়সঃ ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২৮ জুন ২০২৩ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
উচ্চতাঃ
- পুরুষ প্রার্থীঃ কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপঃ কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণঃ ২ ইঞ্চি।
- মহিলা প্রার্থীঃ জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য- কমপক্ষে ৬২ ইঞ্চি।
- বুকের মাপঃ কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণঃ ২ ইঞ্চি।
ওজনঃ বয়স ও উচ্চতানুযায়ী।
চোখঃ দু চোখের দৃষ্টিশক্তিঃ জিডি (পি)- ৬/৬, এটিসি ও এডিডব্লিউসি- ৬/১২ পর্যন্ত এবং লজিস্টিক ও
ফিন্যান্স- ৬/৬০ পর্যন্ত। সকল শাখার জন্য Color Perception Standard-1
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/অবিবাহিতা।
প্রার্থীর জন্য অযোগ্যতা
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ;
২। আইএসএসবি পরীক্ষায় দু’বার ফ্রীল্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার ফ্রীল্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে);
৩। যে কোনো ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত;
৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত;
৫। প্রার্থীর বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়। ১৯ বছর বয়সের পর ল্যাসিক করা হলে, ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।
প্রশিক্ষণ/কমিশন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশনপ্রাপ্তির পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) এর অধীনে বিএসসি (সম্মান) অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন।
নির্বাচন পদ্ধতি
১। প্রাথমিক লিখিত পরীক্ষাঃ আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, শুধুমাত্র ফিন্যান্স শাখার জন্য আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা;
২। প্রাথমিক ডাক্তারী পরীক্ষা;
৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা;
৪। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি);
৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা; ৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।
(বিঃ দ্রঃ পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশেষ সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০.০০ টাকা এবং প্রশিক্ষণশেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।