মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের(সাধারণ,মাদ্রাসা ও কারিগরি) জাতীয় শিক্ষাক্রম ২০২২ (ষষ্ঠ ও সপ্তম শ্রেণি ) বিস্তরণের লক্ষ্যে জেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ প্রসংগে। উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নতুন জাতীয় শিক্ষাক্রম ২০২২ (ষষ্ঠ ও সপ্তম শ্রেণী) এর আলোকে মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি)-কে প্রশিক্ষণের নিমিত্ত মাষ্টার ট্রেইনাদের প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। উল্লিখিত প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত
প্রশিক্ষণ ম্যানুয়ালের কপি সূত্রোক্ত স্মারকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।
মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের জেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ ২০২৩
২। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে প্রশিক্ষক নির্বাচন সম্পন্ন করেছে। এনসিটিবি কর্তৃক প্রেরিত প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী প্রতিদিন ১টি করে ব্যাচে ৪ দিনে ৪ ব্যাচে প্রায় ৬০০ (ছয়শত) প্রশিক্ষক-কে অনলাইন ওরিয়েন্টেশন প্রদানের লক্ষ্যে এনসিটিবি থেকে প্রয়োজনীয় সংখ্যক ফ্যাসিলিটেটর এর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
৩। এমতাবস্থায়, জরুরীভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ প্রদানের নিমিত্ত এনসিটিবি কর্তৃক মাস্টার ট্রেইনার তৈরির অনলাইন ওরিয়েন্টেশনের তারিখ ও ফ্যাসিলিটেটর নির্ধারণ করে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।