১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস নিয়োগের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ২০২৩। পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২২-এ সাময়িকভাবে মনোনীত প্রার্থীগণের স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫শ বিজেএস পরীক্ষা, ২০২২ এর প্রকাশিত ফলাফলের ভিত্তিতে সহকারী জজ পদে নিয়োগের নিমিত্ত সাময়িকভাবে মনোনীত নিম্নলিখিত রোল নম্বরধারী প্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী যথাযথ স্বাস্থ্য বিধি মেনে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে।
১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস নিয়োগের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ২০২৩
১। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে BJS Online Registration System এ log in করে প্রবেশপত্রের প্রিন্ট নেওয়া যাবে।
২। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবেঃ
- (ক) পিছন-সামনে অবস্থানে বুকের এক্সরে ফটো রিপোর্টসহ (চিহ্নিত করণের দাগের উল্লেখ ও সত্যায়িত দস্তখত থাকতে হবে) বোর্ডের নিকট পেশ করতে হবে।
- (খ) একজন চক্ষু বিশেষজ্ঞের নিকট হতে চক্ষু পরীক্ষার সার্টিফিকেট বোর্ডের নিকট পেশ করতে হবে।
- (গ) প্রস্রাব পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে নগদ ২০/- (বিশ) টাকা দিতে হবে।
- (ঘ) ডোপ টেস্টের জন্য সরকার নির্ধারিত ফি দিতে হবে।
- (ঙ) স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট দিনে বোর্ডের সভাপতির নিকট প্রত্যেক প্রার্থীকে সরকারি ট্রেজারী অথবা বাংলাদেশ ব্যাংকে- এই কোড নম্বরে ৫০/- (পঞ্চাশ) টাকা জমা দিয়ে জমাকৃত মূল ট্রেজারী চালান ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সদস্যদের ফি বাবদ অতিরিক্ত নগদ ৫০/- (পঞ্চাশ) টাকা বোর্ডের নিকট দাখিল করতে হবে।