পানি উন্নয়ন বোর্ড সহকারী পরিচালক পদের পরীক্ষার প্রস্তুতি ২০২৩

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সহকারী পরিচালক (অহিনী) পদের পরীক্ষার প্রস্তুতি ও প্রয়োজনীয় বই। প্রথমেই বলেনিই, BWDA- সহকারী পরিচালক (অহিনি) পদের প্রিভিয়াস কোন প্রশ্ন অনলাই বা কোন বইতে পাইনি বাট উক্ত প্রতিষ্ঠানের Assistant Manager (Technical) [ নোট Assistant Director (accounts/finance) ও অনেকটা Technical post] প্রশ্ন বিশ্লেষণ করে অনুমান করা যায় প্রশ্ন নিম্নরুপ হতে পারে।

 

Read More: BWDA Assistant Director Previous Question 2023

 

পানি উন্নয়ন বোর্ড সহকারী পরিচালক পদের পরীক্ষার প্রস্তুতি ২০২৩

 

নোট: প্রশ্ন সম্পর্কে ধারনা পাওয়ার জন্য (প্রশ্ন কেমন হতে পারে) Assistant Manager (Technical) পোস্টের একটা প্রশ্ন সংযুক্ত করা হয়েছে।

Question Pattern: ২ টি পার্টে ভাগ করে মোট ৭০ নাম্বারের পরিক্ষা হবে।

▶️1st Part: এক কথায় উত্তর ( ৩০মার্ক)

এই অংশটি নিমোক্তভাবে হতে পারে।
1. Bangla (10 marks): বাগধারা, সমাস, বানান শুদ্ধ
2. English (10 marks): Translation, Word
meaning (Synonym & Antonyms),
Preposition
3. GK (10 marks)- Recent, Liberation War,
Bangabandhu

▶️2nd Part: Subjective (40 marks)

১. Accounting (50%-60% of the subjective questions )
২. Finance
৩. Management (খুব সামান্য কিছু আসতেও পারে)
৪. Economics (খুব সামান্য কিছু আসতেও পারে)
তবে Accounting এবং Finance টা খুব ভালোভাবে শেষ করতে হবে।
সাবজেক্টিভ সবচেয়ে বেশি প্রশ্ন আসবে Accounting & Finance থেকে।

Subjective Suggestion:

Accounting:
1. Depreciation
2. Bank Reconciliation
3. Ratio Analysis
4. Cash Flow Statement
5. Inventory Valuation (LIFO, FIFO)
6. Adjusting Entries

Finance:
1. Time Value of Money (একদম সিম্পল আসবে)
2. WACC ***
3. EOQ ***

প্রয়োজনীয় বইঃ
Bangla, English, GK (Recent বেশি থাকবে) যেকোন বই থেকেই পড়তে পারেন।

Subjective প্রস্তুতিঃ
Subjective প্রস্তুতির জন্য বাজারে প্রচলিত যেকোন একটি সাব্জেক্টিভ বই সংগ্রহ করে অনুশীলন করতে পারেন। তবে এক্ষেত্রে Business Encyclopedia & Bank Viva বইটি চেক করে দেখতে পারেন।

ডিসক্লেইমারঃ উপরে যা কিছু আলোচনা করেছি সেটা বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সো এর থেকে ব্যতিক্রম কোন কিছু হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমি শুধু আইডিয়া দিলাম নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রস্তুতি নিন।

আপনাদের সর্বাত্মক সফলতা কামনায়
হাছান মাহমুদ ভূঁইয়া
সহকারী পরিচালক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

Tense Rules Bangla pdf Download | Tense শেখার সহজ উপায় pdf

tense rules Bangla pdf download. tense rules pdf. tense pdf file download. tense book pdf …