পুলিশ সার্জেন্ট পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩

ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা ২০২১। পুলিশ সার্জেন্ট লিখিত পরীক্ষার ২০২৩ ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। ২৫০ মার্কস-এর লিখিত পরীক্ষার ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ঢাকার দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। একটি ঢাকা তেজগাঁও কলেজ এবং অপরটি শেখ বুরহান উদ্দিন কলেজ ঢাকা। মোট পরীক্ষার্থী ছিলো প্রায় সাত হাজার। লিখিত পরীক্ষার প্রশ্নটি ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে।

 

পুলিশ সার্জেন্ট গণিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩

১। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। বাগানের ভেতর চারপাশে ৪ মিটার প্রস্থের রাস্তা আছে। প্রতি বর্গমিটার রাস্তা ঠিক করতে ৭.২৫ টাকা লাগলে পুরো রাস্তা ঠিক করতে কত টাকা খরচ হবে? -১০

২। একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগল টি ৮০০ টাকা বেশি বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলের ক্রয়মূল্য কত?-৫

৩। এক হালি ডিম ২৫ টাকায় ক্রয় করে প্রতি দুই হালি ডিম ৫৬ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে।-৫

৪। একটি স্কুলে ইংরেজিতে ৯০% ও গণিতে ৮০% শিক্ষার্থী পাশ করে। উভয় বিষয়ে কেউই ফেল করেনি। উভয় বিষয়ে পাশ করেছে ৩৫০ জন। ও স্কুলে মোট শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল?-১০

৫। একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি আছে। চৌবাচ্চার দৈর্ঘ্য ২.৫৬ মিটার ও প্রস্থ ১.২৫ মিটার হলে গভীরতা কত?-৫

৬। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। এর পরিসীমা ৪০ মিটার হলে, দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।-৫

৭। যদি a+b=13 ও a-b=3 হয় তাহলে 2a^2+2b^2 এবং ab এর মান নির্ণয় কর।-৫

৮। উৎপাদকে বিশ্লেষণ করুন: x^2+14x+40. -৫

পুলিশ সার্জেন্ট বাংলা পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩

১।  রচনা লিখুন (যে কোন ১ টি )

(ক) রূপকল্প ২০৪১ (খ) পদ্মাসেতু ও জাতীয় অর্থনীতি

২। ভাব সম্প্রসারন করুন:

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ।

৩। এক কথায় প্রকাশ করুন:
ক) আকাশে চড়ে যে খ) বলা হয়েছে যা গ) পূর্বে যা ঘটেনি ঘ) একবার ফল দিয়ে যে গাছ মরে যায় ও ঙ) একই গুরুর শিষ্য যারা।

৪। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) টাকার কুমির খ) দুধের মাছি গ) কই মাছের প্রাণ ঘ) মাকাল ফল ৫) ঘোড়া রোগ

৫। এই বাংলায় অনুবাদ করুনঃ
The students of Bangladesh played a significant role during the freedom struggle in 1971. Their sacrifice, zeal, heroism, and gallantry constitute an important part of our national history. During the nine-month struggle, numerous students left their places of learning and underwent military training to fight against the Pakistani Occupation Forces. The student community of this country has always been conscious of its socio-political responsibilities. They have created a history of sacrificing their tender lives for the cause of their mother tongue, democracy, and motherland. But they should remember that it is hard to achieve freedom but harder to preserve.

 

পুলিশ সার্জেন্ট ইংরেজি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩

1. Write an Essay on the following

(a) Bangabandhu: Rebuilder of a Nation

b) Dhaka Metro Rail: New Era of City Communication

2. Write a letter to your father about your dream of becoming a Sergeant of the Bangladesh Police

3. Make Sentences with the following:
a) Red letter day by  b) Bag and Baggage c) Hand to mouth d) Black Sheep e) ABC

4. Translate into English
ক) এখন কয়টা বাজে? খ) তিনি ঠাণ্ডা পানি পান করেন গ) বলা সহজ করা কঠিন ঘ) তিনি পরশুদিন ফিরবেন ঙ) ঢাকার চারপাশে চারটি নদী। চ) বই পড়লে জ্ঞান বাড়ে। ছ) পুকুরে মাছ আছে।  জ) জাহাজ পানিতে ভাসে। ঞ) মেয়েটি দেখতে তার মায়ের মত। ট) বাংলাদেশ সম্ভাবনাময় দেশ।

5. Fill in the blanks
a) —-Earth moves round —-Sun.  b)He died—-fever, c) Dhaka—- stands the bank—- Buriganga, d) He belongs—- this book. e) —you remain honest, you will succeed.

6 Read the text below and answer the questions:
Even a few years ago very few people had even heard of the word Internet. Now it would be difficult to find anyone who has not heard of it. Many of us use it on a regular basis and most of us have access to it at our homes too. The ‘net’ in the internet stands for the network which is done by two or more computers, connected together. so that information can be shared or sent from one to the other songs or communicate with family and friends, it is like a giant bulletin board for the entire world to see. Since anyone. The Internet is a vast resource for all forms of information. One may enjoy using it to do research, download one’s favorite can share anything on the internet, one must be very careful and use both judgment and common sense while accessing and using the internet in the coming days, connecting the physical world to the internet will be the driving force
behind all developments.

a) What does ‘net ‘mean?
b) Can a single computer make a network?
c) What purposes can the internet be used for?
d) Why does one have to be cautious while using the internet?
el Why will the internet be important in the future?

 

পুলিশ সার্জেন্ট সাধারণজ্ঞান পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩

সাধারণ বিজ্ঞান অংশ-৫০
১। টিকা লিখুন – ১৫
ক) অপরাজেয় বাংলা
খ) ভাসানচর
গ) মুজিব নগর সরকার
ঘ) ১০ জানুয়ারি ১৯৭২
ঙ) সাইবার নিরাপত্তা

২। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও অপব্যবহার আলোচনা করুন।-১০

৩। সংক্ষিপ্ত উত্তর দিন- ২০
ক) সোয়াচ ওফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
খ) বাংলাদেশের উত্তরে ভারতের প্রদেশ গুলোর নাম লিখুন।
গ) ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত চুক্তি কবে কোথায় অনুষ্ঠিত হয়?
ঘ) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২ জন শিল্পীর নাম লিখুন।
ঙ) নিশীথ সূর্যের দেশগুলোর নাম লিখুন।
চ) বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নদীর নাম লিখুন
ছ) ওয়াটার গেট কেলেংকারি কি?
জ) SPARRSO কি?
ঝ) ইন্টারপোল কি?
ঞ) ইউরোপীয় ইউনিয়নের ৪টি দেশের নাম লিখুন।

৪। পূর্ণ অর্থ লিখুন-৫
ক) OIC
খ) SAARC
গ) ASEAN
ঘ) NATO
ঙ) BIRDEM

পুলিশ সার্জেন্ট মনস্তত্ত্ব পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩

 

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Police circular

police.teletalk.com.bd TRC Admit Download 2024 | TRC Recruitment Admit Card Download

TRC Recruitment Admit Card Download 2024. The Admit Card for the Physical Endurance Test (PET) …