জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে এবারও প্রথম কোনো পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে এবার কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স (২০২২-২৩) ভর্তির প্রাথমিক আবেদন সম্পর্কে কিছু তথ্য জেনে রাখুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি পরীক্ষা দিত হয়?
- উঃ না পরীক্ষা দিতে হয় না।
তাহলে কিভাবে ভর্তি নেওয়া হয়?
- উঃ পয়েন্ট অনুযায়ী অনলাইন আবেদনের মাধ্যমে।
ভর্তি আবেদন শুরু কবে?
- উঃ জুন- জুলাই।
ভর্তি যোগ্যতা কত?
- উ: ssc 3.50 ও hsc 3.50
প্রশ্নঃ আবেদন কোথায় গিয়ে করতে হবে?
- উঃ যে সকল দোকানে অনলাইনের কাজ করা হয় ঐখানে বা আপনি নিজেও অনলাইনে করতে পারেন।
প্রশ্নঃ আবেদনের সময় কী কী লাগবে?
- উঃ SSC ও HSC এর রোল ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার।
প্রশ্নঃ পাশের সালের কী কোনো সীমাবদ্ধতা আছে?
- উঃ হ্যাঁ আছে..আপনার SSC ২০১৯/২০ এবং HSC ২০২১/২২ সালে পাশ থাকতে হবে..১টি কম বা বেশি হলে আবেদন করতে পারবেন না।
প্রশ্নঃ কতটি কলেজ চয়েজ দিতে হয়?
- উঃ ১টি
প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েজ দেয়া যায়?
- উঃ যে কয়টি আপনার সামনে প্রদর্শিত হবে সব দিতে পারেন..আপনার ইচ্ছা..চাইলে ১টা ও দিতে পারেন।
প্রশ্নঃ আবেদন অন্য কেউ করে দিলে হবে না?
- উঃ নিজ কাজ নিজে করা শ্রেয়।
প্রশ্নঃ আবেদনের সময় কত টাকা লাগে?
- উঃ ৫০ বা ১০০ টাকা
প্রশ্নঃআবেদনে যদি কোনো প্রকার ভুল হয় অথবা আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি তবে কি নতুন ভাবে আবেদন করা যাবে?
- উঃ হ্যাঁ যাবে..তবে ১ বার।
প্রশ্নঃ আবেদন কলেজে জমা দিতে কত টাকা লাগবে?
- উঃ ২৫০ টাকা
প্রশ্নঃআবেদন করার পর কলেজ কি কিছু জমা দিতে হবে?
- উ: আবেদন ফর্ম এবং সাথে কিছু কাগজপত্র,, একেক কলেজে একেক রকম হয়ে থাকে।
আপাতত এসব জেনে রাখেন,, পরে বিস্তারিত পোস্ট করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ফলাফলের ভিত্তিতে ২০২৩
২০২২ সালের বিজ্ঞপ্তি আপনাদের সুবিধার জন্য
এবারও ঢাকাসহ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে ভর্তি আবেদন নেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির বক্তব্য, শিক্ষার্থীরা যাতে সেশনজটের কবলে না পড়তে হয় সেজন্য দ্রুতই ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিগগির ভর্তি পরিচালনা কমিটির সঙ্গে বসে ভর্তি আবেদন প্রক্রিয়ার দিনক্ষণ নির্ধারিত করবে।