নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন সচিব নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ। স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ শাখার ২৩ মে ২০২২ তারিখের ৪৬.০০.০০০0.01.11.00217.৮৮ নং স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এর ইউনিয়ন পরিষদ সচিব ( ১৪ তম গ্রেড) এর শুন্য পদে জনবল নিয়োগের জন্যে ২১ আগস্ট ২০২২ খ্রি. তারিখে ০৫.৪3.6400.109.01.০১০.২২-৫২৯ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে ১০/০২/২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা এবং ১৩/০২/২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে ০৮ (আট) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর নিম্নরূপ।
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন সচিব নিয়োগের চূড়ান্ত ফলাফল ২০২৩
২। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাক-পুলিশী প্রতিবেদন ও স্বাস্থ্য পরীক্ষার সনদের প্রেক্ষিতে নিয়োগপত্র প্রদান করা হবে। তাদেরকে নিজ উদ্যোগে সিভিল সার্জন অফিস, নওগাঁ হতে আগামী ২৩/০২/২০২৩ খ্রি. তারিখের মধ্যে ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ডোপ টেস্ট এবং স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এর স্থানীয় সরকার শাখায় জমা দিতে হবে।
৩। তাছাড়া, উল্লিখিত লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারীদের সমন্বয়ে একটি প্যানেল/অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হলো (মেধাক্রমানুসারে)। পরবর্তীতে শূন্য আসনের পরিপ্রেক্ষিতে এই প্যানেল/অপেক্ষমান তালিকা হতে মেধাক্রমানুসারে নিয়োগ প্রদান করা হবে। প্যানেল/অপেক্ষমান তালিকা ০১ (এক) বছরের জন্য বলবৎ থাকবে।
৪ । উল্লেখ্য, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।