ডিগ্রি পাস কোর্স প্রাইভেট কেন করবেন?
1) উচ্চশিক্ষা নিতে আগ্রহী কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠেনি। এইচ এসসি পাশ করেছেন 2020 বা তার আগে। কিন্তু শিক্ষা জীবনে জিপিএ 2.00 এর কম বা তৃতীয় বিভাগ নেই।
2) ডিগ্রি পাস কোর্স/ অনার্সে ডিগ্রি অর্জনে ব্যর্থ হয়েছেন। নতুন করে আবার শুরু করতে চান।
3) সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জব করেন। কিন্তু পরবর্তী প্রমোশনের জন্য উচ্চতর ডিগ্রি প্রয়োজন, সার্ভিস রূলস মেনে ও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তারা ভর্তি হতে পারবেন।
4) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্স পাশ করে মাস্টার্স করা নিয়ে বিড়ম্বনায় আছেন তারা নতুন করে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে পারবেন।
5) অনার্স বা ডিগ্রি পাস কোর্সে বিবিএ /বিএসসি গ্রুড নিয়েছেন কিন্তু বিভিন্ন কারণে আপনি তা চালিয়ে যেতে পারছেন না সেক্ষেত্রে আপনি বিএ/বিএসএস/বিবিএস ভর্তি হতে পারবেন। (আগের ভর্তি বাতিল করা সাপেক্ষে)
6) ইতিপূর্বে ডিগ্রি পাস কোর্সে পড়েছেন কিন্তু সেটার বিষয় নিয়ে বিড়ম্বনায় আছেন, অনেকক্ষেত্রে হোচট খাচ্ছেন, তিনিও ডিগ্রি পাস প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবেন।