৪০০ পদে কার্যসহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩

৪০০ পদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যসহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩। ৪০০ পদে LGED  কার্যসহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩। এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাজস্ব কাঠামোভুক্ত কার্যসহকারীর (গ্রেড-১৬) ৪০০ (চারশত) টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত ইতোপূর্বে ০৬-০১-২০২১ খ্রি. মারফত জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক যুগান্তর” ও “The New Nation” পত্রিকায় ১১-০১-২০২১ খ্রি. তারিখে প্রকাশিত হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা আগামী ২৪-০২-২০২৩খ্রি. তারিখ ১ (এক) ঘন্টা ব্যাপী সকাল ১১.০০টায় ঢাকা মহানগরীর ১৩৩ (একশত তেত্রিশ) টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

কার্যসহকারী নিয়োগ পরীক্ষার তথ্য:

  • পদ সংখ্যা: ৪০০
  • পরীক্ষা পদ্ধতি: MCQ
  • সময়: ১ ঘন্টা
  • মার্কস: ১০০
  • পরীক্ষার কেন্দ্র: ঢাকা

 

প্রবেশপত্র ডাউনলোড লিংক: http://lged.teletalk.com.bd

৪০০ পদে কার্যসহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩

lged-exam-date

 

আসন বিন্যাস ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্যাদি আবেদনে ব্যবহৃত মোবাইল নম্বরে।
টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …