সিপাই লিখিত পরীক্ষার প্রস্তুতি ও সাজেশন

সিপাই লিখিত পরীক্ষার টপিক। সিপাই লিখিত পরীক্ষার প্রস্তুতি ও সাজেশন।  সবগুলো টপিক থেকেই একবারে প্রশ্ন হয়না। যেকোনো তিন বা চারটি টপিক থেকে প্রশ্ন হয়। হাতের কাছের যেকোনো গাইড পড়তে পারেন তবে জব সলিউশনের অংকগুলো সমাধান করাই বেটার, আপাতত শুধু সেটাই পড়েন। একটা কথা মনে রাখবেন “সিপাই” পদে কিন্তু বিসিএস লেভেলের অংক আসবে না। তাই এডভান্স লেভেলের পড়া পড়তে যাবেন না এখন।

 

গণিত
সিপাই লিখিত পরীক্ষায় গণিত অংশ থেকেই বেশি প্রশ্ন আসে না। কমন কয়েকটি টপিক থেকেই বেশি প্রশ্ন আসে ঘুরেফিরে।

পাটি গণিত
১)লাভ-ক্ষতি(৯৫%)
২)সুদকষা (৯৫%)
৩)শতকরা(১০০%)
৪)লসাগু-গসাগু(৯০%)
৫)ঐকিক(৯০%)

বীজগণিত
১)বীজগণিতের সূত্রবলি(১০০%)
২)উৎপাদন(১০০%)
৩)সূচক(৯০%)
৪)লগ(৮৫%)

জ্যামিতি
১)বৃত্ত(৯৫%)
২)ত্রিভুজ(৯০%)

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …