বাংলাদেশ হাইকোর্ট বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৩। বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে ‘ড্রাইভার’ পদে নিয়োগের লক্ষে ব্যবহারিক পরীক্ষা (ড্রাইভিং) নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হাইকোর্ট বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৩
হাইকোর্ট বিভাগের ব্যবহারিক পরীক্ষার শর্তাবলীঃ
(ক) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে http://supremecourt.teletalk.com.bd লিংক হতে ইতোমধ্যে SMS এ
প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করে সঙ্গে আনতে হবে এবং অবশ্যই প্রার্থীর
বৈধ ড্রাইভিং লাইসেন্সের মূল কপিসহ আবেদনপত্রে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা, কোটা ও অভিজ্ঞতার সনদপত্র,
জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (বয়সের প্রমাণস্বরূপ) এবং অন্যান্য কাগজপত্রের মূলকপি ও ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
(খ) চাকরিরত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি সনদ সঙ্গে আনতে হবে।
(গ) প্রবেশপত্র ব্যতীত কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না।
(ঘ) ব্যবহারিক (ড্রাইভিং) পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীকে সকাল ৯:০০ ঘটিকার মধ্যে সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামের অভ্যর্থনা কক্ষে রিপোর্ট করতে হবে।
(ঙ) উক্ত প্রবেশপত্র লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।
(চ) প্রতিটি পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
(ছ)) পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষায় কোনো প্রকার অসদুপায় অবলম্বন বা প্রতারণা পরীক্ষার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(জ) লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(ঝ) Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে
বিধায় উক্ত মোবাইল ফোন সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা,
বাঞ্চনীয়।