২২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা। সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্ব স্ব কলেজে রেজিষ্ট্রেশন শেষ সময়সীমা ১৮ জানুয়ারি পর্যন্ত। নিজ নিজ জেলা,উপজেলা এবং বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর, চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায় ৩ মার্চ।
‘আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’ সংক্রান্ত বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষবৃন্দের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, অধিভুক্ত কলেজসমূহের
স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশব্যাপী ‘আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে অধিভুক্ত কলেজসমূহের ইভেন্টওয়ারী প্রতিযোগীবৃন্দকে নিজ নিজ কলেজ অধ্যক্ষের মাধ্যমে পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় ভেন্যু কলেজের অধ্যক্ষের নিকট নিম্নোক্ত ছক অনুযায়ী ইভেন্টওয়ারী নামের তালিকা, কলেজ পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৮ই জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩
প্রতিযোগিতা অনুষ্ঠানের তারিখ ও ভেন্যু নিম্নে দেয়া হলো-
(ক) উপজেলা পর্যায়েঃ ২২/০১/২০২৩ থেকে ২৯/০১/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে;
(খ) জেলা পর্যায়েঃ ০৬/০২/২০২৩ থেকে ১৩/০২/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে;
(গ) বিভাগীয় পর্যায়েঃ 20/02/20২৩ থেকে ২৮/০২/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
(ঘ) চূড়ান্ত প্রতিযোগিতা: ০৩/০৩/২০২৩ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে।
(ঙ) পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: ০৪/০৩/২০২৩ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে।