শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর নিম্নবর্ণিত ১২টি ক্যাটাগরীতে সর্বমোট ২৪ (চব্বিশ) টি শূন্য পদ পূরণের নিমিত্তে বর্ণিত শর্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহবান করা যাইতেছে।
Website Link: http://www.bim.gov.bd/
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নিয়োগ শর্তাবলীঃ
১. আবেদনকারীকে অবশ্যই সাদা কাগজে লিখিত/ টাইপকৃত দরখাস্ত দাখিল করিতে হইবে। আবেদনকৃত পদের নাম খামের উপরে স্পষ্টাক্ষরে লিখিতে হইবে।
২. দরখাস্তে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা (যদি থাকে)ইত্যাদি উল্লেখ করিতে হইবে।
৩. আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত কাগজপত্রাদি অবশ্যই সংযুক্ত করিতে হইবেঃ-
- ক) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদসহ অন্যান্য সকল সনদপত্রের সত্যায়িত কপি;
- খ) স্থানীয় চেয়ারম্যান/ পৌর সভার মেয়র/ সিটি কর্পোরেশনরে কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদ;
- গ) প্রার্থীর আত্মীয় নহেন এমন একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
- ঘ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি;
- ঙ) আবেদনের সহিত ক্রমিক-১ – ৪ এর জন্য ৫০০/- (পাঁচশত) এবং ক্রমিক ৫ – ১২ এর জন্য ৩০০/- (তিনশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট মহাপরিচালক, বিআইএম, ঢাকা এর অনুকূলে প্রদান করিতে হইবে। কোন পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়;
- চ) প্রার্থী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান হইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত যথাযথ সনদপত্রের সত্যায়িত কপি;
- ছ) প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;
- জ) প্রার্থী উপজাতীয় সম্প্রদায়ভুক্ত হইলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হইতে প্রাপ্ত সনদের কপি;
৪. এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের ভিত্তিতে প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হইবে। জনপ্রশাসন মন্ত্রণালয় স্মারক নং-০৫.000000 170.15.01720-১৪৯, তারিখ 22-09-2022 অনুসারে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ তারিখ হতে নির্ধারিত হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হইবে না।
৫। আবেদনপত্রে আবশ্যিকভাবে ই-মেইল এড্রেস ও মোবাইল/ ফোন নম্বর উল্লেখ করিতে হইবে।
৬। নিয়োগকৃত কর্মকর্তা ও কর্মচারি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর কর্মচারি চাকুরি প্রবিধানমালা ২০০১ অনুযায়ী নিয়ন্ত্রিত হইবেন।
৭। প্রার্থী কর্তৃক দাখিলকৃত সদনপত্র/কাগজপত্র/প্রদত্ত কোন তথ্য অসত্য প্রমাণিত হইলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। চাকরি প্রাপ্তির পরও যেকোন পর্যায়ে তাহার সনদপত্র/প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হইলে তাহাকে চাকরি হইতে তাৎক্ষনিকভাবে বরখাস্ত করণসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইবে। বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত সনদের ক্ষেত্রে ইউজিসি কতৃর্ক প্রদত্ত সমতাকরণ সনদ যুক্ত করতে হবে।
৮। চাকরির আবেদন মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ৪ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭ এর সমীপে রেজিস্টার্ড ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাইতে হইবে। আবেদনপত্র সর্বশেষ ২৬ জানুয়ারি ২০২৩ অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই মহাপরিচালকের দপ্তরে পৌঁছাইতে হইবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন সমূহ সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে এবং ফেরৎ দেওয়া হইবে।
৯। আবেদনপত্র সমূহ যথাযথভাবে বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের নিকট লিখিত পরীক্ষার নির্ধারিত প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হইবে। বিশেষ অবস্থার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র না পাওয়া গেলে বিআইএম হইতে প্রার্থীর স্ব-উদ্যোগে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাইবে।
১০। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল সনদপত্র প্রদর্শন করিতে হইবে।
১১। সম্পূর্ণরূপে যোগ্যতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হইবে। যেকোন ব্যক্তিগত যোগাযোগ ও তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হইবে।
১২। সরকার কর্তৃক নির্ধারিত সকল কোটা নিয়োগকালীন সময়ে সর্বশেষ প্রচলিত নিয়ম সংরক্ষিত/প্রযোজ্য হইবে।
১৩। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।
১৪। আবেদনকারী মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও নাতী নাতনী হইলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/পিতামহ/মাতা মহের মুক্তিযোদ্ধার সনদের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও নাতী নাতনী হইলে, সেক্ষেত্রে প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে।
১৫। লিখিত, মোখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হইবে না।
১৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
১৭। স্বাক্ষরবিহীন এবং অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিলযোগ্য বলে গণ্য হইবে।
১৮। হাল নাগাদ তথ্যের জন্য বিআইএম এর ওয়েব সাইট www.bim.gov.bd-তে ভিজিট করা যাইতে পারে।
১৯। বিআইএম অফিস আদেশ নং-৩৬,07,0000022.11.200.23/05, তারিখঃ 03/07/2022 খ্রিঃ তারিখে যারা উক্ত পদসমূহে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
২০। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।