বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb) এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩। ক্রয়-ভান্ডার-সিএন্ডএফ কর্মকর্তা, রসায়নবিদ এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা-আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি
1. Online হতে Download কৃত আবেদন ও প্রবেশপত্ৰ ৷
2. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও সত্যায়িত কপি ।
3. ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
4. জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত কপি
5. ২(দুই) জন অনাত্মীয় ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
6. প্রার্থী যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি ও সত্যায়িত কপি
7. মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) এর উপর কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্রের
মূল কপি ও সত্যায়িত কপি
8. অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি ও সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
9. সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র
10. ক) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৯.০৬.২০১৭ তারিখের ৭৭২ নম্বর পরিপত্রের নির্দেশনা
অনুযায়ী মুক্তিযোদ্ধার নাম ‘লাল মুক্তিবার্তা অথবা ‘ভারতীয় তালিকা’ থাকতে হবে। আবেদনে উল্লিখিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম, ও
ঠিকানার সাথে প্রার্থীর উপস্থাপিত ‘লাল মুক্তিবার্তা অথবা ‘ভারতীয় তালিকা’র কিংবা উপস্থাপিত উভয় তালিকার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।
খ) কোন মুক্তিযোদ্ধার নাম ‘লাল মুক্তিবার্তা অথবা ‘ভারতীয় তালিকায়’ না থাকলে মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা সংবলিত
(i) গেজেট ও সাময়িক সনদ অথবা
(ii) গেজেট ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিস্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (বামুস) সনদ অথবা
(iii) গেজেট, সাময়িক সনদ ও বামুস সনদ থাকতে হবে।
গ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী কোন প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে ‘লাল মুক্তিবার্তা অথবা “ভারতীয় তালিকা”র মুক্তিযোদ্ধার নামের সাথে আবেদনপত্রের পিতার নাম ও ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর পিতা/মাতার নাম এবং মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কে সুস্পষ্ট প্রত্যয়ন থাকতে হবে । উপ-জাতি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্রের মূল কপি ও সত্যায়িত কপি। জেলা প্রশাসক ব্যতিত অন্য কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করা হবে না।
১২। প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদপত্রের মূল কপি ও সত্যায়িত কপি।
উত্তীর্ণ প্রার্থীদের’কে উপরোল্লিখিত কাগজপত্রাদির মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপিসহ মৌখিক পরীক্ষার দিন নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো। যাচিত কাগজপত্রাদি প্রদর্শনে ব্যর্থ হলে বা পেশকৃত কাগজপত্রের সাথে Online এ দাখিলকৃত আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদিতে কোন প্রকার গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ।