প্রাক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির বয়স ২০২৩। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি খুবই সহজ এবং ঝামেলা মুক্ত। আসুন জেনে নেই ভর্তির সাধারণ নিয়মাবলি। ভর্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য আগ্রহী অভিভাবকদেরকে বিদ্যালয় চলাকালীন সময়ে নিকটস্থ বিদ্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
প্রাক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির বয়স ২০২৩
(১) প্রাক-প্রাথমিক শ্রেণির ভর্তির জন্য
জন্ম তারিখ হতে হবে-
০১/০১/২০১৮ এর পূর্বে।
(২) প্রথম শ্রেণির ভর্তির জন্য
জন্ম তারিখ হতে হবে-
০১/০১/২০১৭ এর পূর্বে।
(৩) দ্বিতীয় শ্রেণির ভর্তির জন্য
জন্ম তারিখ হতে হবে-
০১/০১/২০১৬ এর পূর্বে।
(৪) তৃতীয় শ্রেণির ভর্তির জন্য
জন্ম তারিখ হতে হবে-
০১/০১/২০১৫ এর পূর্বে।
(৫) চতুর্থ শ্রেণির ভর্তির জন্য
জন্ম তারিখ হতে হবে-
০১/০১/২০১৪ এর পূর্বে।
(৬) পঞ্চম শ্রেণির ভর্তির জন্য
জন্ম তারিখ হতে হবে-
০১/০১/২০১৩ এর পূর্বে।
ভর্তির জন্য বিদ্যালয়ে যা যা জমা দিতে হবেঃ
(১) শিশুর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি।
(২) মাতা ও পিতার NID কার্ডের ফটো কপি।
(৩) অভিভাবকের সঠিক মোবাইল নাম্বার।