সমাজসেবা অধিদপ্তরের (DSS) সমাজসেবা অফিসারের নিয়োগের প্রজ্ঞাপন ২০২৩। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের তারিখ: ২৩-০৬-২০২২ খ্রিষ্টাব্দের সুপারিশের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩ এবং নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর আলোকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডের প্রারম্ভিক স্কেলে (১৬,০০০-৩৮,৬৪০/-টাকা) সমাজসেবা অধিদফতরের আওতায় সহকারী সমাজসেবা অফিসার এর স্থায়ী শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত প্রার্থীগণকে অস্থায়ীভাবে শর্তসাপেক্ষে সহকারী সমাজসেবা অফিসার পদে (দ্বিতীয় শ্রেণি নন-ক্যাডার) নিয়োগ প্রদান করা হলো এবং তাঁদের নামের পার্শ্বে প্রদর্শিত কর্মস্থলে পদায়ন করা হলো।
সমাজসেবা অধিদপ্তরের (DSS) সমাজসেবা অফিসারের নিয়োগের প্রজ্ঞাপন ২০২৩
শর্তাবলি:
(ক) নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার চাকরির প্রথম দু’বছর শিক্ষানবিশকাল (probation) হিসেবে গণ্য হবে। সাফল্যজনকভাবে শিক্ষানবিশকাল
সমাপ্ত হওয়ার পর তাঁর কার্যক্রম মূল্যায়ন, ৪০ দিনের মৌলিক প্রশিক্ষণ ও অন্যান্য প্রশিক্ষণ কোর্স সাফল্যজনকভাবে সমাপন এবং প্রশিক্ষণে প্রাপ্ত ফলাফল ইত্যাদির ভিত্তিতে চাকরিতে স্থায়ী করার বিষয় সরকার পরবর্তীতে বিবেচনা করবে এবং এ বিষয়ে যথাসময়ে ও প্রযোজ্য ক্ষেত্রে পৃথক পৃথক সরকারি আদেশ জারি করবে;
(খ) শিক্ষানবিশকালে তাঁর চাকরি সন্তোষজনক বলে বিবেচিত না হলে সরকার কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে সরাসরি ও তাৎক্ষণিকভাবে তাঁকে চাকরি হতে অপসারণ করতে পারবে;
(গ) চাকরিতে যোগদানের জন্য তিনি কোন প্রকার ভ্রমণভাতা/দৈনিকভাতা প্রাপ্য হবেন না;
(ঘ) এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে;
(ঙ) নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ ১৯ জানুয়ারি ২০২৩ তারিখ পূর্বাহ্নে সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, ঢাকাতে যোগদান করবেন। অন্যথায় এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং তাঁদের স্থলে সরকারী কর্মকমিশনের অপেক্ষমান তালিকা (প্যানেল) হতে প্রার্থী নিয়োগ করা হবে;
(চ) যোগদানের পর সমাজসেবা অধিদফতরে কার্যক্রম সংক্রান্ত অবহিতকরণ কোর্সে (Orientation Course) অংশগ্রহণ করতে হবে,
(ছ) যদি তিনি কোন বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন অথবা বিবাহ করার অংগীকারবদ্ধ হয়ে থাকেন তবে এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে;
(জ) চাকরিতে যোগদানকালে তাঁকে যোগদানপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড দাখিল করতে হবে যে, তিনি নিজে বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোন যৌতুক নিবেন না বা কোন যৌতুক দিবেন না;
(ঝ) পিএসসি কর্তৃক নির্ধারিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি-বিধান অনুযায়ী তাঁর জ্যেষ্ঠতা নির্ধারিত হবে;
(ঞ) এ প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি, এরূপ ক্ষেত্রে তাঁর চাকরি সংক্রান্ত বিষয়াদি সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং ননগেজেটেড কর্মচারী) নিয়োগবিধিমালা, ২০১৩ অনুযায়ী এবং সরকারের প্রচলিত বিধি বিধান ও আদেশ এবং সরকার কর্তৃক ভবিষ্যতে প্রণীতব্য বিধি-বিধান ওআদেশ অনুসারে নিয়ন্ত্রিত হবে;
(ট) চাকরি হতে অব্যাহতি চাইলে তাঁকে এক মাস পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে অথবা এক মাসের বেতনের
সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে;
(ঠ) The Government Servants (Conduct) Rules 1979 অনুযায়ী সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র প্রার্থীকে চাকুরীতে যোগদানের সময় মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর বরাবর জমা দিতে হবে;
(ড) সরকারের স্থায়ী পদের বিপরীতে অস্থায়ীভাবে এ নিয়োগ দেয়া হলো।
২. জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।