সমাজসেবা অধিদপ্তরের (DSS) সমাজসেবা অফিসারের নিয়োগের প্রজ্ঞাপন ২০২৩

সমাজসেবা অধিদপ্তরের (DSS) সমাজসেবা অফিসারের নিয়োগের প্রজ্ঞাপন ২০২৩। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের তারিখ: ২৩-০৬-২০২২ খ্রিষ্টাব্দের সুপারিশের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৩ এবং নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর আলোকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডের প্রারম্ভিক স্কেলে (১৬,০০০-৩৮,৬৪০/-টাকা) সমাজসেবা অধিদফতরের আওতায় সহকারী সমাজসেবা অফিসার এর স্থায়ী শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত প্রার্থীগণকে অস্থায়ীভাবে শর্তসাপেক্ষে সহকারী সমাজসেবা অফিসার পদে (দ্বিতীয় শ্রেণি নন-ক্যাডার) নিয়োগ প্রদান করা হলো এবং তাঁদের নামের পার্শ্বে প্রদর্শিত কর্মস্থলে পদায়ন করা হলো।

 

সমাজসেবা অধিদপ্তরের (DSS) সমাজসেবা অফিসারের নিয়োগের প্রজ্ঞাপন ২০২৩

শর্তাবলি:

(ক) নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার চাকরির প্রথম দু’বছর শিক্ষানবিশকাল (probation) হিসেবে গণ্য হবে। সাফল্যজনকভাবে শিক্ষানবিশকাল
সমাপ্ত হওয়ার পর তাঁর কার্যক্রম মূল্যায়ন, ৪০ দিনের মৌলিক প্রশিক্ষণ ও অন্যান্য প্রশিক্ষণ কোর্স সাফল্যজনকভাবে সমাপন এবং প্রশিক্ষণে প্রাপ্ত ফলাফল ইত্যাদির ভিত্তিতে চাকরিতে স্থায়ী করার বিষয় সরকার পরবর্তীতে বিবেচনা করবে এবং এ বিষয়ে যথাসময়ে ও প্রযোজ্য ক্ষেত্রে পৃথক পৃথক সরকারি আদেশ জারি করবে;

(খ) শিক্ষানবিশকালে তাঁর চাকরি সন্তোষজনক বলে বিবেচিত না হলে সরকার কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে সরাসরি ও তাৎক্ষণিকভাবে তাঁকে চাকরি হতে অপসারণ করতে পারবে;

(গ) চাকরিতে যোগদানের জন্য তিনি কোন প্রকার ভ্রমণভাতা/দৈনিকভাতা প্রাপ্য হবেন না;

(ঘ) এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে;

(ঙ) নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ ১৯ জানুয়ারি ২০২৩ তারিখ পূর্বাহ্নে সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, ঢাকাতে যোগদান করবেন। অন্যথায় এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং তাঁদের স্থলে সরকারী কর্মকমিশনের অপেক্ষমান তালিকা (প্যানেল) হতে প্রার্থী নিয়োগ করা হবে;

(চ) যোগদানের পর সমাজসেবা অধিদফতরে কার্যক্রম সংক্রান্ত অবহিতকরণ কোর্সে (Orientation Course) অংশগ্রহণ করতে হবে,

(ছ) যদি তিনি কোন বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন অথবা বিবাহ করার অংগীকারবদ্ধ হয়ে থাকেন তবে এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে;

(জ) চাকরিতে যোগদানকালে তাঁকে যোগদানপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড দাখিল করতে হবে যে, তিনি নিজে বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোন যৌতুক নিবেন না বা কোন যৌতুক দিবেন না;

(ঝ) পিএসসি কর্তৃক নির্ধারিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি-বিধান অনুযায়ী তাঁর জ্যেষ্ঠতা নির্ধারিত হবে;

(ঞ) এ প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি, এরূপ ক্ষেত্রে তাঁর চাকরি সংক্রান্ত বিষয়াদি সমাজসেবা অধিদফতর (গেজেটেড কর্মকর্তা এবং ননগেজেটেড কর্মচারী) নিয়োগবিধিমালা, ২০১৩ অনুযায়ী এবং সরকারের প্রচলিত বিধি বিধান ও আদেশ এবং সরকার কর্তৃক ভবিষ্যতে প্রণীতব্য বিধি-বিধান ওআদেশ অনুসারে নিয়ন্ত্রিত হবে;

(ট) চাকরি হতে অব্যাহতি চাইলে তাঁকে এক মাস পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে অথবা এক মাসের বেতনের
সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে;

(ঠ) The Government Servants (Conduct) Rules 1979 অনুযায়ী সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র প্রার্থীকে চাকুরীতে যোগদানের সময় মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর বরাবর জমা দিতে হবে;

(ড) সরকারের স্থায়ী পদের বিপরীতে অস্থায়ীভাবে এ নিয়োগ দেয়া হলো।

২. জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …