৪৫তম বিসিএস সার্কুলার,ক্যাডার চয়েজ, জেনারেল ক্যাডার চয়েজ, যারা ভবিষ্যতের নীতিনির্ধারকদের ভূমিকায় অংশগ্রহণ করতে চান;প্রশাসনিক ক্ষমতাকে প্রাধান্য দিতে চান ;প্রেশার নিতে চান, চ্যালেঞ্জ নিতে চান তাদের জন্য।
বিসিএস ক্যাডার চয়েস কিভাবে দিবেন
চয়েজ – ১
- ১।এডমিন
- ২।পুলিশ
- ৪।ট্যাক্স
- ৫।কাস্টমস
- ৬।অডিট
- ৭।আনসার
- ৮।রেলওয়ে
- ৯।পরিবার পরিকল্পনা
- ১০।খাদ্য
- ১১।সমবায়
- ১২।ডাক
যারা প্রেশার ও চ্যালেঞ্জ তূলনামূলক কম চান
চয়েজ – ২
- ১।কাস্টমস
- ২।অডিট
- ৩।ট্যাক্স
- ৪।পরিবার পরিকল্পনা
- ৫।খাদ্য
- ৬।সমবায়
- ৭।রেলওয়ে
- ৮।ডাক
যারা ইংরেজিতে ভালো পারদর্শিতা আছে,পররাষ্ট্রে প্যাশন আছে,দেশকে রিপ্রেজেন্ট করার প্রত্যয় আছে
চয়েজ – ৩
- ১।পররাষ্ট্র
- ২।এডমিন
- ৩।পুলিশ
- ৪।কাস্টমস
- ৫।ট্যাক্স
- ৬।অডিট
- ৭।ফুড
- ৮।রেলওয়ে
- ৯।পরিবার পরিকল্পনা
- ১০।সমবায়
- ১১।ডাক
জেনারেল + এডুকেশন
যারা শিক্ষায় আগ্রহ কম তারা শিক্ষা ক্যাডার শেষে দিবেন এবং ভাইভায় গ্রহণযোগ্য ব্যাখ্যা দিবেন। যাদের প্রশাসনে আগ্রহ নাই ; এডুকেশন ক্যাডারে আগ্রহ আছে সেক্ষেত্রেচয়েজ ১। (নিজের সাবজেক্ট এ আগ্রহ +ডিমান্ডিং সাবজেক্ট)
- ১।কাস্টমস
- ২।অডিট
- ৩।এডুকেশন
- ৪।পরিবার পরিকল্পনা
- ৬।সমবায়
- ৭।ডাক
চয়েজ ২ (এডুকেশন ও জেনারেল দুই দিকে আগ্রহ)
- ১।প্রশাসন(পররাষ্ট্র প্যাশন থাকলে আগে দিতে পারেন)
- ২।কাস্টমস
- ৩।ট্যাক্স
- ৪।অডিট
- ৫।এডুকেশন
- ৬।পরিবার পরিকল্পনা
- ৭।ফুড
- ৮।রেলওয়ে
- ৯।সমবায়
- ১০।ডাক
চয়েজ ৩ (শিক্ষায় তূলনামূলক কম আগ্রহ)
- ১।পররাষ্ট্র
- ২।প্রশাসন
- ৩।পুলিশ /আনসার(শারিরীক ফিটনেস ভালো ও আগ্রহ থাকলে)
- ৪।কাস্টমস
- ৫।ট্যাক্স
- ৬।অডিট
- ৭।পরিবার পরিকল্পনা
- ৯।এডুকেশন
- ১০।রেলওয়ে
- ১১।ফুড
- ১২।সমবায়
- ১৩।ডাক
চয়েজ ৪
যদি শিক্ষকতা ভালো লাগে এবং এটাই হতে চান তাহলে বোথ না দিয়ে শুধু শিক্ষা দিবেন। এটাকে টেকনিক্যাল /প্রফেশনাল ক্যাডার বলে
ক্যাডার চয়েজঃ
১।শিক্ষা (ভাইভা ভালো হলে পজিটিভ ইম্প্রেশন তৈরি হয় ও ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে)
যারা কিছুই বুঝেন না তারা আগে গুগল থেকে ক্যাডার সংশ্লিষ্ট ধারণা নিন। পরিচিত সিনিয়রদের আলোচনা করুন খেয়াল রাখুন
➡️পররাষ্ট্র প্রথমে রাখবেন না হলে বাদ দিবেন
➡️প্রশাসন কখনো ৪/৫ নং এ রাখবেন না।
➡️শিক্ষা প্রথম চয়েজ দিলে জেনারেল ক্যাডার চয়েজ দিবেন না।শুধু প্রফেশনাল ক্যাডার (শিক্ষা) দিবেন।
➡️যাদের এডুকেশন ক্যাডারে সাবজেক্ট নাই(লোক প্রশাসন)কিংবা পদ শূন্য নাই তারা জেনারেল ক্যাডার চয়েজ দিবেন।
বিঃদ্রঃ এগুলো ফরমেট মাত্র ;আপনার স্বপ্ন,আগ্রহ অভিরুচি ইচ্ছা ও পারিপার্শ্বিকতা অনুসারে যোগ বিয়োগ করে সাজাতে পারেন।
ইমা হালিমা
বিসিএস সাধারণ শিক্ষা(ইংরেজি),
৩৮তম বিসিএস(প্রফেশনাল ক্যাডার চয়েজ)
বিসিএস সাধারণ শিক্ষা(ইংরেজি),
৪০তম বিসিএস (বোথ ক্যাডার চয়েজ;
৩৮ এর রেজাল্টের আগে আবেদন হওয়াতে বোথে আবেদন ছিলো)