বিসিএস ক্যাডার চয়েস কিভাবে ‍দিবেন

৪৫তম বিসিএস সার্কুলার,ক্যাডার চয়েজ, জেনারেল ক্যাডার চয়েজ, যারা ভবিষ্যতের নীতিনির্ধারকদের ভূমিকায় অংশগ্রহণ করতে চান;প্রশাসনিক ক্ষমতাকে প্রাধান্য দিতে চান ;প্রেশার নিতে চান, চ্যালেঞ্জ নিতে চান তাদের জন্য।

বিসিএস ক্যাডার চয়েস কিভাবে ‍দিবেন

 

চয়েজ – ১

  • ১।এডমিন
  • ২।পুলিশ
  • ৪।ট্যাক্স
  • ৫।কাস্টমস
  • ৬।অডিট
  • ৭।আনসার
  • ৮।রেলওয়ে
  • ৯।পরিবার পরিকল্পনা
  • ১০।খাদ্য
  • ১১।সমবায়
  • ১২।ডাক

যারা প্রেশার ও চ্যালেঞ্জ তূলনামূলক কম চান

চয়েজ – ২

  • ১।কাস্টমস
  • ২।অডিট
  • ৩।ট্যাক্স
  • ৪।পরিবার পরিকল্পনা
  • ৫।খাদ্য
  • ৬।সমবায়
  • ৭।রেলওয়ে
  • ৮।ডাক

যারা ইংরেজিতে ভালো পারদর্শিতা আছে,পররাষ্ট্রে প্যাশন আছে,দেশকে রিপ্রেজেন্ট করার প্রত্যয় আছে

চয়েজ – ৩

  • ১।পররাষ্ট্র
  • ২।এডমিন
  • ৩।পুলিশ
  • ৪।কাস্টমস
  • ৫।ট্যাক্স
  • ৬।অডিট
  • ৭।ফুড
  • ৮।রেলওয়ে
  • ৯।পরিবার পরিকল্পনা
  • ১০।সমবায়
  • ১১।ডাক

জেনারেল + এডুকেশন

যারা শিক্ষায় আগ্রহ কম তারা শিক্ষা ক্যাডার শেষে দিবেন এবং ভাইভায় গ্রহণযোগ্য ব্যাখ্যা দিবেন। যাদের প্রশাসনে আগ্রহ নাই ; এডুকেশন ক্যাডারে আগ্রহ আছে সেক্ষেত্রেচয়েজ ১। (নিজের সাবজেক্ট এ আগ্রহ +ডিমান্ডিং সাবজেক্ট)

 

  • ১।কাস্টমস
  • ২।অডিট
  • ৩।এডুকেশন
  • ৪।পরিবার পরিকল্পনা
  • ৬।সমবায়
  • ৭।ডাক

চয়েজ ২ (এডুকেশন ও জেনারেল দুই দিকে আগ্রহ)

  • ১।প্রশাসন(পররাষ্ট্র প্যাশন থাকলে আগে দিতে পারেন)
  • ২।কাস্টমস
  • ৩।ট্যাক্স
  • ৪।অডিট
  • ৫।এডুকেশন
  • ৬।পরিবার পরিকল্পনা
  • ৭।ফুড
  • ৮।রেলওয়ে
  • ৯।সমবায়
  • ১০।ডাক

চয়েজ ৩ (শিক্ষায় তূলনামূলক কম আগ্রহ)

  • ১।পররাষ্ট্র
  • ২।প্রশাসন
  • ৩।পুলিশ /আনসার(শারিরীক ফিটনেস ভালো ও আগ্রহ থাকলে)
  • ৪।কাস্টমস
  • ৫।ট্যাক্স
  • ৬।অডিট
  • ৭।পরিবার পরিকল্পনা
  • ৯।এডুকেশন
  • ১০।রেলওয়ে
  • ১১।ফুড
  • ১২।সমবায়
  • ১৩।ডাক

চয়েজ ৪

যদি শিক্ষকতা ভালো লাগে এবং এটাই হতে চান তাহলে বোথ না দিয়ে শুধু শিক্ষা দিবেন। এটাকে টেকনিক্যাল /প্রফেশনাল ক্যাডার বলে
ক্যাডার চয়েজঃ

১।শিক্ষা (ভাইভা ভালো হলে পজিটিভ ইম্প্রেশন তৈরি হয় ও ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে)

যারা কিছুই বুঝেন না তারা আগে গুগল থেকে ক্যাডার সংশ্লিষ্ট ধারণা নিন। পরিচিত সিনিয়রদের আলোচনা করুন খেয়াল রাখুন

➡️পররাষ্ট্র প্রথমে রাখবেন না হলে বাদ দিবেন
➡️প্রশাসন কখনো ৪/৫ নং এ রাখবেন না।
➡️শিক্ষা প্রথম চয়েজ দিলে জেনারেল ক্যাডার চয়েজ দিবেন না।শুধু প্রফেশনাল ক্যাডার (শিক্ষা) দিবেন।
➡️যাদের এডুকেশন ক্যাডারে সাবজেক্ট নাই(লোক প্রশাসন)কিংবা পদ শূন্য নাই তারা জেনারেল ক্যাডার চয়েজ দিবেন।

বিঃদ্রঃ এগুলো ফরমেট মাত্র ;আপনার স্বপ্ন,আগ্রহ অভিরুচি ইচ্ছা ও পারিপার্শ্বিকতা অনুসারে যোগ বিয়োগ করে সাজাতে পারেন।

 

ইমা হালিমা
বিসিএস সাধারণ শিক্ষা(ইংরেজি),

৩৮তম বিসিএস(প্রফেশনাল ক্যাডার চয়েজ)
বিসিএস সাধারণ শিক্ষা(ইংরেজি),

৪০তম বিসিএস (বোথ ক্যাডার চয়েজ;

৩৮ এর রেজাল্টের আগে আবেদন হওয়াতে বোথে আবেদন ছিলো)

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

44th Viva Exam Schedule 2024 – bpsc.gov.bd Viva Schedule

44th B.C.S. Exam 2021 Written Exam B.C.S. passed for its general cadre posts. The oral …