ঢাকা ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩

ডাক অধিদপ্তর, ঢাকা এর “সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)” পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার
সময়সূচি। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডাক অধিদপ্তরের স্মারক ও তারিখ: 11/07/2021 খ্রি: মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে উল্লিখিত পদসমূহের মধ্যে বিষয়ে বর্ণিত পদের লিখিত পরীক্ষা গত ০৪ জুন, ২০২২ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত রোল নম্বরধারীদের (তালিকা সংযুক্ত) ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিম্নরূপ।

 

ঢাকা ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩

নির্দেশনাসমূহ

১. ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান অবহিত করে প্রার্থীগণের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে ইতোমধ্যে
এসএমএস প্রেরণ করা হয়েছে।

২. ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পরবর্তী দিন সকাল ৯.০০ ঘটিকা হতে অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে মৌখিক
পরীক্ষার তারিখ পরিবর্তন হলে তা ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীদের জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান
সংক্রান্ত বিজ্ঞিপ্তি ব্যবহারিক পরীক্ষার দিন ডাক অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীগণের নিকট
পৃথক কোন এসএমএস প্রেরণ করা হবে না।

৩. নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশ পত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীদেরকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় Online
applicant’s copy, শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য সকল যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), কোটার স্বপক্ষে
প্রমাণ হিসেবে মূল সনদ, সদ্য তোলা নিজের তিন কপি সত্যায়িত রঙীন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বোর্ডের সম্মুখে প্রদর্শন করতে হবে। মূল সনদসমূহের একসেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।

8. ব্যবহারিক পরীক্ষায় কোনো অসদুপায় অবলম্বন করলে প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫. হাজিরা তালিকা, কম্পিউটার টাইপটেস্ট পরীক্ষার টাইপকৃত পৃষ্ঠা ও সাঁটলিপি পরীক্ষার সাঁটলিপি নোট প্রতিলিপিকৃত পৃষ্ঠার স্বাক্ষরের সাথে সংশ্লিষ্ট সকল কাগজপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষরের সামঞ্জস্য থাকা বাধ্যতামূলক।

৬. জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার এস,আর,ও নম্বর-৩০৪-আইন/২০১৯, তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০১৯ খ্রি: এর মাধ্যমে জারিকৃত
“মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯” সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন এর
তপশিল-২, এবং তপশিল-৩ অনুযায়ী ডাক অধিদপ্তর, ঢাকা এর “সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)” পদের
ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।

৭. ব্যবহারিক / মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রাপ্য নয়।

৮. যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবহারিক / মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

 


ঢাকা ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২। ডাক অধিদপ্তর, ঢাকা এর “কম্পিউটার অপারেটর”, “ডাটা এন্ট্রি অপারেটর”, এবং “সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর (স্টেনোগ্রাফার)” পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি।

 

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডাক অধিদপ্তরের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি দু’টিতে উল্লিখিত পদসমূহের মধ্যে বিষয়ে বর্ণিত পদসমূহের লিখিত পরীক্ষাসমূহ গত ২৮ মে, ২০২২ খ্রি: ও ০৪ জুন, ২০২২ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত রোল নম্বরধারীদের (তালিকা সংযুক্ত) ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিম্নরুপ।

ঢাকা ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

2022-12-24-15-06-c2223231823acc1aaa254ef25b066436-page-001

 

ঢাকা ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

unnamed-2022-12-26-T140716-639

unnamed-2022-12-26-T140721-128

 

unnamed-2022-12-26-T140731-308

unnamed-2022-12-26-T140735-542

 

নির্দেশনাসমূহ
১. ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান অবহিত করে প্রার্থীগণের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে ইতোমধ্যে এসএমএস প্রেরণ করা হয়েছে।

২. ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পরবর্তী দিন সকাল ৯.০০ ঘটিকা হতে অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন হলে তা ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীদের জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংক্রান্ত বিজ্ঞিপ্তি ব্যবহারিক পরীক্ষার দিন ডাক অধিদপ্তরের ওয়েব সাইটে তা প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীগণের নিকট পৃথক কোন এসএমএস প্রেরণ করা হবে না ।

৩. নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশ পত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীদেরকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় Online applicant’s copy, শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য সকল যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), কোটার স্বপক্ষে প্রমাণ হিসেবে মূল সনদ, নিজের তিন কপি সত্যায়িত রঙীন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বোর্ডের সম্মুখে প্রদর্শন করতে হবে। মূল সনদসমূহের একসেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।

৪. ব্যবহারিক পরীক্ষায় কোনো অসদুপায় অবলম্বন করলে প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫. হাজিরা তালিকা, কম্পিউটার টাইপটেস্ট পরীক্ষার টাইপকৃত পৃষ্ঠা ও সাঁটলিপি পরীক্ষার সাঁটলিপি নোট প্রতিলিপিকৃত পৃষ্ঠার স্বাক্ষরের সাথে
সংশ্লিষ্ট সকল কাগজপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষরের সামঞ্জস্য থাকা বাধ্যতামূলক।

৬. জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার এস,আর,ও নম্বর-৩০৪-আইন/2019, তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০১৯ খ্রি: এর মাধ্যমে জারিকৃত “মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯” সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন এর তপশিল-২, এবং তপশিল-৩ অনুযায়ী ডাক অধিদপ্তর, ঢাকা এর “সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর (স্টেনোগ্রাফার)” পদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।

৭. জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার এস,আর,ও নম্বর-৪২-আইন/২০১৯, তারিখ: ফেব্রুয়ারি ১৪, ২০১৯ খ্রি: এর মাধ্যমে জারিকৃত “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯” সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন এর তপশিল-২ এবং তপশিল-৩ অনুযায়ী ডাক অধিদপ্তর, ঢাকা এর “কম্পিউটার অপারেটর”, এবং “ডাটা এন্ট্রি অপারেটর” পদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।

৮. ব্যবহারিক / মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি/ডিএ প্ৰাপ্য নয়।

৯. যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবহারিক / মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …