৬৮ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি; কীভাবে এবং কারা কারা আবেদন করতে পারবেন? চারটি গণবিজ্ঞপ্তির মধ্যে সবচেয়ে বেকারবান্ধব বিজ্ঞপ্তি এবারেরটা। কারণ এবারের বিজ্ঞপ্তিতে বাতিল করা হয়েছে কিছু জিনিস। ১) একজন প্রার্থীর একাধিক আবেদনের সুযোগ বাতিল করা হয়েছে। ফলে একই প্রার্থী একাধিক প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হওয়ার সুযোগ থাকছে না। ২) চাকরিরত প্রার্থীদের আবেদনের সুযোগ বাতিল করা হয়েছে। ফলে শুধু বেকারদেরই হচ্ছে এবার চাকরি।
আরও পড়ুনঃ এনটিআরসি ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২
৬৮ হাজার ৪র্থ গণবিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
৪র্থ-গণবিজ্ঞপ্তি-২০২২ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর
৪র্থ-গণবিজ্ঞপ্তি-২০২২ কারা আবেদন করতে পারবেন?
- শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা আগে পাশ করেছেন। অর্থাৎ যাদের সার্টিফিকেট আছে।পাশাপাশি জাতীয় মেধাতালিকায় নাম থাকা আবশ্যক।
- উল্লেখ্য, যারা তাদের নিবন্ধন সার্টিফিকেট দিয়ে ইতোমধ্যে কোন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা আর আবেদন করতে পারবেন না।
- সুতরাং নতুন প্রার্থীদের জন্য এটা দারুণ সুখবর। কারণ, যাদের নম্বর বেশি তারা তো অলরেডি চাকরি করে। তাই অনেকে অনেক কম নম্বর দিয়েও চাকরি পাবেন।
৪র্থ-গণবিজ্ঞপ্তি-২০২২ একজন প্রার্থী কতটি আবেদন করতে পারবেন?
- একজন প্রার্থীর যদি একাধিক সার্টিফিকেট থাকে তিনি যেকোনো একটি সার্টিফিকেট দিয়ে ১টি আবেদন করতে পারবেন এবং ১ আবেদনের আওতায় ৪০ টি প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন।
- আবেদন ফি ১০০০/- যা একবারই পরিশোধযোগ্য। চয়েজ দিতে আর কোন টাকা লাগবে না।
- তবে চাইলে এই ৪০টির পরেও আদার্স অপশনের মাধ্যমে আরও প্রতিষ্ঠান পছন্দ করার সুযোগ থাকছে।
- তবে স্কুল এবং কলেজের জন্য আবেদন ভিন্ন। আর একই ব্যক্তি স্কুল কলেজ দুটির জন্যই যদি আবেদন করেন। সেক্ষেত্রে তিনি প্রথমে কলেজ পর্যায়ে বিবেচিত হবেন।
- যদি সেখানে পদ ফাঁকা না থাকে তবে তিনি স্কুল পর্যায়ের জন্য বিবেচিত হবেন।
৪র্থ-গণবিজ্ঞপ্তি-২০২২ বিশেষ সতর্কতাঃ
- আবেদনের পরে কোন ধরনের ভুল সংশোধনের সুযোগ থাকবে না। তাই আবেদন করার সময় বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
- পাশাপাশি কেউ যদি চাকরি করা সত্বেও তথ্য গোপন করে আবেদন করে তবে তার সুপারিশ বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
৪র্থ-গণবিজ্ঞপ্তি-২০২২ আবেদন কবে থেকে শুরু?
- ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৯ জানুয়ারি।
৪র্থ-গণবিজ্ঞপ্তি-২০২২ সর্বোচ্চ বয়সসীমা কত?
- প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩৫ বছর বা তার কম হতে হবে।এর থেকে বেশি বয়স হলে তারা আবেদন করতে পারবেন না।
৪র্থ-গণবিজ্ঞপ্তি-২০২২ জাতীয় মেধা তালিকা কোথায় আছে?
- এনটিআরসিএ এর ওয়েবসাইট এ পাওয়া যাবে বিষয়ভিত্তিক জাতীয় মেধাতালিকা। স্কুল,কলেজ,মাদ্রাসা বা অন্যান্য প্রতিষ্ঠানের ফাঁকা পদের তালিকা কোথায় পাওয়া যাবে।
- ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরটিসিএর ওয়েবসাইটে ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে।
৪র্থ-গণবিজ্ঞপ্তি-২০২২ কোন ওয়েবসাইটে আবেদন করবেন?
- http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd আগ্রহী প্রার্থীরা এ দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৪র্থ-গণবিজ্ঞপ্তি-২০২২ এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরতরা কোন ক্ষেত্রে আবেদন করতে পারবেনঃ
- যদি কেউ এমপিওভুক্ত স্কুলে কর্মরত থাকেন তবে তিনি শুধু কলেজে আবেদন করতে পারবেন।
- আবার যদি কেউ কোন কলেজে কর্মরত থাকেন তিনি শুধু স্কুলে আবেদন করতে পারবেন।
পরিশেষে, সবার জন্য বিদ্যাবাড়ির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সবারই একটা উত্তম রিজিকের ব্যাবস্থা হয়ে যাক।