প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মৌখিক পরীক্ষা ২০২৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআইসমূহের ইন্সট্রাক্টর পদে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও নির্দেশনাবলি সংবলিত বিজ্ঞপ্তি। পিটিআইসমূহের ইন্সট্রাক্টর পদে মৌখিক পরীক্ষার তারিখ ৮-১১ জানুয়ারি ২০২৩। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতে সৃজিত পিটিআইসমূহের ইন্সট্রাক্টর (সাধারণ) [৯ম গ্রেড] এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও নির্দেশনাবলি সংবলিত বিজ্ঞপ্তি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআইসমূহের “ইন্সট্রাক্টর (সাধারণ) [৯ম গ্রেড ” এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআইসমূহের “ইন্সট্রাক্টর (সাধারণ) [৯ম গ্রেড]” এর শূন্য পদে নিয়োগের [নিয়োগ বিজ্ঞপ্তি নং-৭১, তারিখ: ০৯.০৯.২০১৮] লক্ষ্যে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের মধ্যে BPSC Form- 5A [ Applicant’s Copy] সহ প্রয়োজনীয় ও সংশ্লিষ্ট কাগজপত্র/তথ্যাদি জমাদানকারী সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নেবর্ণিত সময়সূচী অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও,
শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মৌখিক পরীক্ষা ২০২৩

unnamed-2022-12-22-T164334-662

unnamed-2022-12-22-T164345-401

unnamed-2022-12-22-T164349-970

unnamed-2022-12-22-T164355-128

unnamed-2022-12-22-T164359-369

বিশেষ নির্দেশাবলিঃ

১. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে মাস্ক ব্যতীত মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশ করতে দেয়া হবে না ।

২. মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নিকট নতুন করে পৃথক কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না । প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট
http://bpsc.teletalk.com.bd থেকে প্রার্থী তাঁর প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করবেন । প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না ।

৩. সাময়িকভাবে যোগ্য প্রার্থীকে BPSC Form-5A [ Applicant’s Copy] কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নে উল্লিখিত কাগজপত্রাদির মূলকপি এবং ১ (এক) সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষার অন্তত: আধা ঘন্টা [৩০ মিনিট] পূর্বে কমিশনের সংশ্লিষ্ট বোর্ডে অবশ্যই জমা দিতে হবে। জমাদানে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না ।

ক. প্রবেশপত্রের কপি ;
খ. BPSC Form-5A [ Applicant’s Copy] ;
গ. বয়স প্রমাণের জন্য শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি ; ‘ও’ লেভেল এবং ‘এ ‘ লেভেল ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ;

ঘ. শিক্ষাগত যোগ্যতার এবং সংশ্লিষ্ট সকল সনদের মূল ও সত্যায়িত কপি ;
চ. কোনো প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৯.০৬.২০১৭ তারিখের ৭৭২ নং পরিপত্রের নির্দেশনা অনুযায়ী “লাল মুক্তিবার্তা” অথবা “ভারতীয় তালিকা’র” সত্যায়িত কপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের website-এ প্রকাশিত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা সংবলিত তালিকা জমা দিতে হবে। আবেদনে উল্লিখিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানার সাথে প্রার্থীর উপস্থাপিত “লাল মুক্তিবার্তা” কিংবা “ভারতীয় তালিকা” অথবা উপস্থাপিত উভয় তালিকার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের website-এ প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা এক ও অভিন্ন হতে হবে ;

চ. কোনো মুক্তিযোদ্ধার নাম “লাল মুক্তিবার্তা” কিংবা “ভারতীয় তালিকায়” না থাকলে প্রার্থীকে মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা সংবলিত গেজেট ও সাময়িক সনদ অথবা গেজেট ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (বামুস) কর্তৃক প্রদত্ত সনদ অথবা গেজেট, সাময়িক সনদ ও বামুস সনদের সত্যায়িত কপি ;

ছ. বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল ও সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ;

জ. সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশের সত্যায়িত কপি ;

ঝ. সরকারি/আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল ও সত্যায়িত কপি ;

ঞ. আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল ও সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

ট. জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি ও সত্যায়িত কপি। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে তা পুনঃপ্রাপ্তির যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্রসহ কমিশনকে লিখিতভাবে জানাতে হবে ;
ঠ. প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারীকৃত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি ;
ড. অনধিক ৩ মাস পূর্বে তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি ;
ঢ. নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি ;

উপরের অনুচ্ছেদ ৩ এ বর্ণিত সকল সনদ/ডকুমেন্টস এর মূল কপি মৌখিক পরীক্ষা বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে।

উল্লিখিত প্রতিটি সত্যায়িত ডকুমেন্ট এর উপর প্রার্থীকে তার রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে ।

মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে (ক্যান্টিনসহ) মোবাইল ফোন ও কোনো প্রকার যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং কর্ম কমিশনের কোনো কর্মকর্তা/কর্মচারীর সাথে আলোচনা বা আলাপচারিতায় মিলিত হওয়া নিষিদ্ধ ।

মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত: আধা ঘন্টা (৩০ মিনিট) পূর্বে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষা বোর্ডে অবশ্যই উপস্থিত হতে হবে। নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীর পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না ।

প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর/উল্লেখযোগ্য [substantive] কোনো ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে । মৌখিক পরীক্ষার তারিখ ও সময় কোনোক্রমেই পরিবর্তন করা যাবেনা ।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …