বন অধিদপ্তরের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমাদান ২০২৩

বন অধিদপ্তরের কম্পিউটার প্রোগ্রামার [৬ষ্ঠ গ্রেড] পদের প্রার্থীদের সাক্ষাৎকার-মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র-তথ্যাদি জমাদান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের কম্পিউটার প্রোগ্রামার[৬ষ্ঠ গ্রেড] পদের প্রার্থীদের সাক্ষাৎকার-মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র-তথ্যাদি জমাদান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের ‘কম্পিউটার প্রোগ্রামার’ [৬ষ্ঠ গ্রেড] [বিজ্ঞপ্তির তারিখ: ২৭.০৪.২০২২; ক্রমিক নম্বর-০৭] পদে অনলাইনে আবেদনকারীদের মধ্যে BPSC Form-5A [ Applicant’s Copy] জমাপ্রদানকারী নিম্নোক্ত ১২ (বার) জন প্রার্থীর সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা গ্রহণের নিমিত্ত
তাদের রেজি: নম্বর-এর পাশে ৩ নম্বর কলামে চাহিত কাগজপত্র/তথ্যাদি ১৯.১২.২০২২ হতে ১০.০১.২০২৩ খ্রি. তারিখের মধ্যে

(সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত জমাদানকারী প্রার্থীদের সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করে পরিচালক (ইউনিট-১০), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি অথবা ডাকযোগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

বন অধিদপ্তরের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমাদান ২০২৩

unnamed-2022-12-19-T164606-615

 

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৪

সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার (গ্রেড-১০) পদে নিয়োগের MCQ পরীক্ষা আগামী ০১-১১-২০২৪ তারিখ এবং সহকারী …