জাতীয় বিশ্ববিদ্যালয় কি পাবলিক বিশ্ববিদ্যালয় নয়? জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন কে করে এটা কোনো ছাত্রছাত্রী জানেনা। তাদের খাতা কে দেখবে এটা কেউই জানেনা। কিন্তু অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয় যিনি ক্লাস নেন, তিনিই খাতা দেখেন, তিনিই হলের গার্ড দেন। অন্ততপক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো তাদের নিজ ক্যাম্পাসেই হয়।
সমাবর্তন চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার ২৮ বছরে মাত্র একটি সমাবর্তন আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ২৫ বছর পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৭ জানুয়ারি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে এ সমাবর্তন হয়। এরপর ৫ বছর পেরিয়ে গেলেও ২য় সমাবর্তন হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত সমাবর্তন হয়। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করা উচিত। কিন্তু দুঃখের বিষয়ে প্রতি বছরতো দূরে থাক পাঁচ বছরেও একবার আয়োজিত হয় না।
এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা অনেকটাই প্রশংসিত। এক কলেজের পরীক্ষার হল পড়ে অন্য কলেজে। কোন কলেজে পড়বে এটাও পরীক্ষার আগে জানেনা শিক্ষার্থীরা। বোর্ড পরীক্ষার মতোই পরীক্ষা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ এরপরেও আমাদের দেশে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে চলে আমাদের কথিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিদ্যাজয়ীরা।
সেই সঙ্গে যে কোনো প্রতিষ্ঠানেও মেধার বাইরেও শিক্ষা প্রতিষ্ঠানের নাম শুনে মূল্যায়ন করে আজকাল। আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমকক্ষতার চোখে দেখে না, তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে অধ্যয়নরত দেশের বৃহৎ শিক্ষার্থীগোষ্ঠী নিজেরাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমীহ করে চলে। তারা ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের চেয়ে অনেক মেধাবী।
ভর্তি-পরীক্ষায় হয়তো ০.০২৫ অথবা ০.৫ পয়েন্টে পিছিয়ে থাকার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকে এক ধরনের হীনম্মন্যতায় ভোগে। অথচ এরা জানে না এরা কতটা মেধাবী। অন্যদিকে এই মেধাবীদের সঠিকভাবে মূল্যায়ন করছে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অন্যতম দাবি হচ্ছে সমাবর্তন।
যা অন্যসব বিশ্ববিদ্যালয় করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় করতে পারছে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ বছরে একটি মাত্র সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। তাও ২৫ বছর পর প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৭ জানুয়ারি ২০১৭ সালে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়টির আচার্য্য মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ খানের উপস্থিতিতে এই সমাবর্তনটি হয়েছিল। এরপর আবারও নিশ্চুপ বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষরা।