ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন-১ শাখার ০৮.০৯.২০২২ খ্রিস্টাব্দ তারিখের ৩১.০০.০০০0.086.11.00819-3৭৮ নম্বর স্মারক পত্রের মাধ্যমে
প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নিম্নবর্ণিত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- (খ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সসহ যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১. জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখার ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.11.017.২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী প্রার্থীর বয়স ২৫/০৩/২০২০ খ্রিস্টাব্দ তারিখে ৩০(ত্রিশ) বছরের মধ্যে হতে হবে অথবা ২০/১১/২০২২ খ্রিস্টাব্দ তারিখে কমপক্ষে ১৮(আঠারো) বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. নির্ধারিত আবেদন ফরমে ‘জেলা প্রশাসক, হবিগঞ্জ’ বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্রের ফরম জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এর ওয়েব সাইট www.habiganj.gov.bd হতে সংগ্রহ করা যাবে।
৩. জেলা প্রশাসক, হবিগঞ্জ বরাবর আবেদনপত্র আগামী ৩১/১২/২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ০৩.০০ টার মধ্যে অফিস চলাকালীন রেজিস্টার্ড ডাক যোগে পৌঁছাতে হবে। সরাসরি এ কার্যালয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
৪. আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে;
- (ক) সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি ও প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি রঙ্গিন ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবী ও সিল থাকতে হবে)।
- (খ) ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি ।
- (গ) সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ।
- (ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের অনুলিপি;
- (ঙ) প্রার্থীকে জেলা প্রশাসক, হবিগঞ্জ এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুই শত) টাকা সোনালী ব্যাংকের যে কোন শাখায় ১-৪৬৩২- ০০০১-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূলকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযোগ্য হবে না |
- (চ) নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে ১০/-(দশ) টাকার ডাক টিকেট লাগানো ১০.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে {খামের উপরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং ডান পার্শ্বে আবেদনকারীর পূর্ণনাম ও যে ঠিকানায় প্রবেশপত্র গ্রহণে ইচ্ছুক সেই ঠিকানা স্পষ্টাক্ষরে লিখতে হবে}।