খুলনা বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্বখাতভূক্ত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে http://bfdkc.teletalk.com.bd ওয়েবসাইটে) পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাইতেছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হইবে না।

খুলনা বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ তথ্য

  • বন সংরক্ষকের কার্যালয়, খুলনা অঞ্চল
  • পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।
  • আবেদনের সময়সীমাঃ ০১-১২-২০২২ থেকে ২২-১২-২০২২ ইং
  • অনলাইনে আবেদনঃ http://bfdkc.teletalk.com.bd

খুলনা বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ ২০২২

f9da278b35d5f1390ab555aab844b1cf-page-001

f9da278b35d5f1390ab555aab844b1cf-page-002

খুলনা বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ সংক্রান্ত শর্তাবলী

১. আবেদন শুরুর তারিখে (৩১/১২/২০২২ খ্রি.) আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হইতে হইবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বৎসর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের সর্বোচ্চ বয়স ৩০ বৎসর হইতে হইবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের ০৫.০০.০০০০. 190.11.017.২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২৫.০৩.২০২০ খ্রি. তারিখে যে সকল আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রহিয়াছে সে সকল প্রার্থীও আবেদন করিতে পারিবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. অনলাইনে আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময়: ০১/১২/২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
৩. অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় ২২/১২/২০২২ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা।
৪. কোন সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।
৫. প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারীকৃত সরকারি নির্দেশনা অনুসরণ করা হইবে।
৬. একই প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করিতে পারিবেন না। প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হইবে
৭. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নেবর্ণিত কাগজপত্রাদির মূলকপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা প্রদান করিতে হইবে।

  • ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র।
  • খ) জাতীয় পরিচয়পত্র/জন্য নিবন্ধন সনদপত্র।
  • গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
  • ঘ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র (মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদসহ)।
  • ঙ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হইলে আবেদনকারীকে
    আবেদনের সহিত মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখ পূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের
    চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
  • চ) সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের NOC প্রত্যয়নপত্র।

৮. কর্তৃপক্ষ অনিবার্য কারণে যেকোন শর্ত সংযোজন, সংশোধন, পরিবর্তন এবং নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে স্থগিত/বাতিল করিবার
ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

খুলনা বন সংরক্ষকের কার্যালয় আবেদনের নিয়মাবলী:

f9da278b35d5f1390ab555aab844b1cf-page-003

f9da278b35d5f1390ab555aab844b1cf-page-004

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …