রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন ২০২২। জাতীয় বিশ্ববিদ্যালয় , অনার্স ১ম বর্ষ(২০২০-২০২১)এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন , পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২২-০৯-১১। সাজেশনটি কেউ কপি করে, নিজের নামে ব্যবহার করবেন না।পারলে শেয়ার করবেন। সাজেশনটি ভালোভাবে তৈরি করা হয়েছে,যেভাবেই প্রশ্ন আসুক লিখতে পারবেন। সাজেশনে উপকৃত হলে,ধন্যবাদ জানাবেন। সাজেশনটি মনোযোগ দিয়ে পড়ুন, সুস্থ থাকুন। ভালোভাবে পরীক্ষা দিন।
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি (২১১৯০৯)
সময় ৪ ঘন্টা
পূর্ণমান ৮০
ক বিভাগ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন
- ক বিভাগে ১২ টি প্রশ্ন থাকবে,
- ১০ টির উত্তর দিতে হবে।
- প্রতিটি প্রশ্ননের মান ১,মোট ১০।
ক বিভাগের জন্য ২০১২থেকে ২০১৯ বোর্ড প্রশ্ন।
খ বিভাগ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন
- খ বিভাগে ৮ টি প্রশ্ন থাকবে, ৫ টির উত্তর দিতে হবে।
- প্রতিটি প্রশ্নের মান ৪, মোট ২০।
১)বিজ্ঞান হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কর।
২)রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক নিরূপণ কর।
৩)রাষ্ট্র ও সমাজের মধ্যকার সম্পর্ক উল্লেখ কর ।
৪) সংসদীয় সরকারের মূল বৈশিষ্ট্যাবলী আলোচনা কর।
৫)জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য দেখাও।
৬)গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
৭)প্লেটোর শিক্ষা ব্যবস্থার বিবরণ দাও।
৮)এরিস্টোটলের মতে সরকারের শ্রেণীবিন্যাস উল্লেখ কর ।
৯)মধ্যযুগের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
১০)ম্যাকিয়াভেলি বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদণ্ড কি?
১১)জন লকের সম্মতি তত্ত্ব আলোচনা কর ।
১২)রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৩)অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা কর ।
১৪)অগাস্টিনের ন্যায় ধর্ম ও শান্তি তত্ত্বটি আলোচনা কর।
১৫)উত্তম সংবিধানের সংজ্ঞা দাও?
১৬)গণতন্ত্র কাকে বলে? রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে?
গ বিভাগ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সাজেশন
- গ বিভাগে ৮ টি প্রশ্ন থাকবে, ৫ টি উত্তর দিতে হবে।
- প্রতিটি প্রশ্নের মান ১০,মোট ৫০ নম্বর ।
১)রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?তুমি রাষ্ট্রবিজ্ঞান অধায়ন কর কেন?
২)রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তন মূলক মতবাদটি বিশ্লেষণ কর।
৩)আইনের সংজ্ঞা দাও। আইনের উৎসসমূহ কি কি?
৪)আমলাতন্ত্র কি? আমলাতন্ত্রের গুরুত্বসমূহ আলোচনা কর।
৫)প্লেটোর ন্যায়বিচার তত্ত্বের পরিচয় দাও।ন্যায়বিচার সম্পর্কে বিভিন্ন মতবাদ এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৬)এরিস্টটল কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? আলোচনা কর ।
৭)সেন্ট টমাস একুইনাসের আইন তত্ত্ব আলোচনা কর।
৮)মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।
৯)আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
১০)জন লকের সম্পত্তি তত্ত সম্পর্কে আলোচনা কর ।
১১) নির্বাচকমন্ডলী কী?আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এর ভূমিকা আলোচনা কর।
১২) সেন্ট অগাস্টিনের রাষ্ট্র দর্শন আলোচনা কর ।
১৩)স্বাধীনতা বলতে কী বুঝ?আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষাকবচ গুলো আলোচনা কর।
১৪)ধর্ম,নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারনা আলোচনা কর।
১৫)রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৬)রিপাবলিক বর্ণিত প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
অচেনা লেখক
বি এ অনার্স, বাংলা বিভাগ