বাংলাদেশ আনসার নিয়োগ ২০২২। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫৪১০৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৫১১৫ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল স্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন।
সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী ও যোগ্য প্রার্থী হলে অন-লাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
বাংলাদেশ আনসার নিয়োগ ২০২২
২. প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:
- বয়স: ০৬/১১/২০২২ খ্রিষ্টাব্দ হতে ১২/১১/২০২২ খ্রিষ্টাব্দ এর মধ্যে ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম JSC/ সমমান পাশ
- শারীরিক যোগ্যতা: উচ্চতা – সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ – ৩০/৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি – ৬/৬
- অগ্রাধিকার: অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৩। জাতীয়তা : বাংলাদেশী
৪. অন-লাইন রেজিস্ট্রেশন পদ্ধতিঃ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকটি ০৬/১১/২০২২ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে ১২/১১/২০২২ খ্রিঃ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। টাকা জমা দানের শেষ সময় ১২/১১/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ (দুইশত) টাকা অনলাইনে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি (নগদ) এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র
দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০৯৬৪৩২০৭০০৪ নম্বরে যোগাযোগ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।
৫. যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র :
- (ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
- (খ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
- (গ) চারিত্রিক সনদপত্রের মূল কপি।
- (ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।
- (ঙ) অন-লাইন রেজিস্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূল কপি |
- (চ) ক থেকে ঙ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি।
- (ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০৪(চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ।
- (জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।
আনসার
৬. অঙ্গীভূত হওয়ার পর সুযোগ-সুবিধা :
- (ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৬,২০০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৭,৪০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
- (খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ১০,০০০ টাকা হারে।
- (গ) দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
- (ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ছয় লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নাম নিম্নরুপ
বিঃ দ্রঃ অঙ্গীভূত আনসারদের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয় । বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন : www.ansarvdp.gov.bd