নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়-এর স্থানীয় সরকার শাখার অধীন ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিস্তারিত আবেদন পদ্ধতি নওগাঁ জেলার ওয়েব সাইট www.naogaon.gov.bd এবং Facebook Page “জেলা প্রশাসন নওগাঁ”তে পাওয়া যাবে৷
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – naogaon Job Circular
আগ্রহী প্রার্থীগণ https://dcnaogaon.teletalk.com.bd এ ওয়েব সাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৫/০২/২০২৪ খ্রি. সকাল ১০:০০ টা। Online-এ আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ২৫/০২/২০২৪ খ্রি., রাত ১১.৫৯টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থীতার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ্য ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ্য ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
Applicant’s Copy তে User ID দেয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নির্ধারিত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫৬০/- (পাঁচশত ষাট) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীগণ প্রবেশপত্র ডাউনলোড পূর্বক print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রবেশপত্র সংগ্রহের নোটিশ http://dcnaogaon.teletalk.com.bd, জেলা প্রশাসক, নওগাঁ’র ওয়েব সাইট http://www.naogaon.gov.bd এবং Facebook Page এ পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে।