৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের ১৪ ক্যাটাগরির বিভিন্ন পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস/বিভাগের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
অনলাইনে https://recruitment.buet.ac.bd সাইটের মাধ্যমে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ও আবেদনের ফি অনলাইনের মাধ্যমে পরিশোধের প্রক্রিয়া সাইটের “Application Guideline” মেনুতে বর্ণনা করা হয়েছে। ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেড বেতন স্কেলের পদে আবেদনের জন্য ৳: ৬০০/- (ছয়শত) টাকা ও ১০ম গ্রেড পদে আবেদনের জন্য ৮: ৫০০/- (পাঁচশত) টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদনের সময় সকল তথ্য সঠিকভাবে পূরণসহ সকল সার্টিফিকেট, টেস্টিমোনিয়েল, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, NID এবং অভিজ্ঞতার সনদের কপি আপলোড করতে হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রার্থীর শিক্ষা জীবনের কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। আবেদনে উল্লিখিত তথ্যে অসম্পূর্ণতা পাওয়া গেলে অথবা আবেদনের সাথে আপলোডকৃত সার্টিফিকেট, টেস্টিমোনিয়েল, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, NID এবং অভিজ্ঞতার সনদের মূলকপি যাচাইকালে কোন অসঙ্গতি/অসত্য/ভুল তথ্য পাওয়া গেলে আবেদনকারীর প্রার্থীতা বাতিলযোগ্য বলে গণ্য হবে। তাছাড়া অসত্য/ভূল তথ্য প্রদানকারী প্রার্থী পরবর্তী পাঁচ বছর বুয়েটের কোন চাকুরীর জন্য আবেদন করলে তা বিবেচিত হবে না। কর্তৃপক্ষ কোন কারণ ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া গ্রহণ/বাতিল/পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় ই-মেইল ও এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। আবেদনকারী তার Admit Card সাইট থেকে ডাউনলোড করতে পারবে। বিদেশী ডিগ্রিধারী প্রার্থীগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ/অফিস কর্তৃক যথানিয়মে ইকুয়িভ্যালেন্স সম্পাদন সাপেক্ষে আবেদনপত্র প্রসেস করা হবে। নিয়োগ পরীক্ষায়/সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা দেয়া হবে না ৷ চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র/NOC অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে । আবেদন সংশ্লিষ্টে কোন তথ্যের প্রয়োজন হলে recruitment@regtr.buet.ac.bd এ ই-মেইল করা যাবে । নিয়োগ বিজ্ঞপ্তি বুয়েটের ওয়েবসাইট (WWW.buet.ac.bd/regoffice) – এ প্রকাশ করা হবে ।
অনলাইনে আবেদনপত্র ও ফি জমাদানের শেষ তারিখ ২১/০৪/২০২৪।কর্মকর্তাদের জন্য অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোন ১ টি স্তরে শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণি) শিথিলযোগ্য। তবে ১১/০৫/২০১৫ তারিখের পরে যারা এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন অথবা ডিগ্রি অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে না ।