গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (bgdcl) মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২২, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল)-এর কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র নং: ২৮.10.1213.063.05,000.21/25 তারিখ: ২৮-০৯-২০২১ এর বিপরীতে জনবল নিয়োগের লক্ষ্যে মেকানিক-এ, ওয়েন্ডার-৩, এটেনডেন্ট-২ (জেনারেটর), এটেনডেন্ট-২ (কম্প্রেসর), ইনস্ট্রুমেন্ট মেকানিক-৩, টার্নার-৩ ও ইলেকট্রিশিয়ান-৩ পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৪.০৯.২০২২ বিকাল ০৩:০০-০৪:০০ ঘটিকায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা তাদের রোল নম্বরের পার্শ্বে বর্ণিত সময়সূচি অনুযায়ী বিজিএফসিএল এর ঢাকা লিয়াজোঁ অফিস, পেট্রোসেন্টার(১৫তলা), ৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ এর মিটিং রুমে অনুষ্ঠিত হবে:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়-সূচি
- মেকানিক-৩,
- ওয়েল্ডার-৩,
- এটেনডেন্ট-২ (জেনারেটর),
- এটেনডেন্ট-২ (কম্প্রেসর),
- ইনসনট্রুমেন্ট মেকানিক-৩,
- টার্ণার-৩ ও
- ইলেকট্রিশিয়ান-৩
গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (bgdcl) মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২২
গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (bgdcl) মৌখিক পরীক্ষার সাধারণ নির্দেশাবলী :
- ১) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র (NID) / জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটা সংক্রান্ত সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে;
- ২) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরিতে নিযুক্ত থাকলে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ হতে ছাড়পত্র (Clearance Certificate) সঙ্গে আনতে হবে;
- ৩) লিখিত পরীক্ষার প্রবেশপত্র, Applicant’s Copy, সদ্য তোলা ০১ কপি সত্যায়িত ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ যাচাই সংক্রান্ত ফরম পূরণকরত: মৌখিক পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে;
- ৪) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
- ৫) মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীকে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে জানানো হবে
“চাকুরির ক্ষেত্রে কোনরূপ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে” ব্যবস্থাপনা পরিচালক, বিজিএফসিএল।
(মোঃ মাহমুদুন নবী)
মহাব্যবস্থাপক (প্রশাসন)
আহবায়ক
কর্মচারী নিয়োগ সংক্রান্ত জুনিয়র সিলেকশন কমিটি, বিজিএফসিএল।