জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ডাউনলোড পদ্ধতি ২০২২। সিলেবাস কেন ইংরেজিতে হয়? Books Recommended কি? জানেন কি অনার্স, ডিগ্রী পাস ও মাস্টার্স লেভেলের সিলেবাস কেন ইংরেজিতে হয়? National University-Bangladesh : জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য গেলে IELTS করা লাগে। আন্তর্জাতিকভাবে উচ্চশিক্ষার স্বীকৃত মাধ্যম হলো ইংরেজি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো মূল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করবেন। দেখবেন তাতে সিলেবাস ইংরেজি ভার্শন। প্রতিটি বিষয়ের সিলেবাসের নিচে Books Recommended নামে একটি অংশ আছে। সেখানে দেশী ও বিদেশী বইয়ের তালিকা থাকে।
আপনি এডভান্সড্ লেভেলের শিক্ষার্থী হলে আপনার বিষয়গুলো ইংরেজিতে যেন শিখতে পারেন এই জন্য সিলেবাস ইংরেজিতে দেয়া হয়। বিদেশী বই দেয়া হয় যেন আপনি বিশ্ব নাগরিক হিসেবে উচ্চ শিক্ষা নেন।
সিলেবাসের যথাযথ ব্যবহার কিভাবে করবেন?
1) নিজ নিজ সিলেবাস nu.ac.bd বা নিচের লিংক থেকে ডাউনলোড করবেন।
- অনার্স: https://nu.ac.bd/syllabushonours.php
- ডিগ্রি: https://nu.ac.bd/syllabus-degreepass.php
- মাস্টার্স: https://nu.ac.bd/syllabusmasters.php
- প্রফেশনাল: https://nu.ac.bd/syllabusprofessionals.php
- প্রিলি টু মাস্টার্স: https://nu.ac.bd/preliminarymasters.php
2) সিলেবাসের তুলনায় জটিল মনে হচ্ছে সেগুলা গুগল বা ইউটিউব হতে ডেটা খুঁজে শিখতে পারবেন।
3) বিশেষত ইংরেজি, বিএসসি গ্রুপের সকল বিষয় ও বিবিএ, ইকোনোমিক্স বিষয়ের শিক্ষার্থীরা অনলাইন হতে ভালো শিখতে পারবেন।
৪) ইউটিউব হতে শিখতে হলে ইংরেজি, হিন্দী ভাষায় বেশি কনটেন্ট পাবেন। তাই ভাষাগত দক্ষতা থাকলে ভালো হয়।
5) সিলেবাস Books Recommended বইগুলোর পিডিএফ গুগলে পাবেন। সেগুলো জোগাড় করে পড়তে পারেন।
মুহাম্মাদ আবদুল গণি
মাস্টার্স ব্যাচ 2018
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী।