ডিগ্রি পাস কোর্সের বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ ২০২২ – ডিগ্রি কোর্স সমূহ

ডিগ্রী পাস বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ, ডিগ্রি পাস কোর্সের বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ ২০২২ – ডিগ্রি কোর্স সমূহ। যে বিষয় নির্বাচন করেন ভেবে নিয়েন, কারণ আপনার মাস্টার্সে পড়ার সুযোগ নির্ভর করবে আপনার ডিগ্রী পাস কোর্সের পঠিত বিষয়ের উপর।

ডিগ্রি পাস কোর্সের বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ

১) আপনার এইচএসসি তে পঠিত বিষয়ে যেটাতে আপনার রেজাল্ট বেশি ভালো হয়েছে সেটা নিবেন।

২) বিএ/বিএসএস গ্রুপে যতটা সম্ভব সায়েন্সের বিষয় এড়িয়ে যাবেন। যেমন গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, ভূগোল এগুলো নিলে আপনার নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে চান্স না পেলে বসে থাকতে হবে। তবে যদি নেন তাহলে অবশ্যই সিজিপিএ ভালো করা চেষ্টা করবেন যেন চান্স হয়।

৩) বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, সংস্কৃত, পালি ঐচ্ছিক, গার্হস্থ্য অর্থনীতি নিবেন না। এই বিষয়গুলোর বই ও গাইড বাজারে সহজলভ্য না। পেলেও মানসম্মত না। এতে রেজাল্ট খারাপ হবে।

৪) যে গ্রুপ নেবেন সেটার অন্ততঃ ২টি বিষয় নিবেন।**দেখা যায় বিএ গ্রুপে ইতিহাস, ভূগোল ও মনোবিজ্ঞান/ গার্হস্থ নেয়। এতে মাস্টার্সে গিয়ে তাকে অনার্সের শিক্ষার্থীর মত আলাদা বিষয় নির্বাচন করে মাস্টার্স করার সুযোগ থাকে না। ধরুন আপনি বিএ গ্রুপ নিবেন ইতিহাস/ ইসলামের ইতিহাস, দর্শন নিয়ে অতিরিক্তি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম নিবেন।

৫) বিএসসি গ্রুপ যারা নিবেন পদার্থ, রসায়ন, গণিত নেবেন। যদি এগুলোতে ভীতি থাকে তাহলে প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও তৃতীয় ঐচ্ছিক মনোবিজ্ঞান/ভূগোল নিতে পারেন।

৬) বিবিএস গ্রুপে যারা ভর্তি হবেন তারা ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান সহ তৃতীয় ঐচ্ছিক ফিন্যান্স / মার্কেটিং নিবেন যদি কলেজে থাকে। না থাকলে অর্থনীতি বা অন্য কোন বিষয় নিবেন। তিনটা বিজনেস স্টাডিজের বিষয় নিলে এমবিএ করার সময় তিনটি বিষয়ে যে কোন একটিতে চান্স নিতে পারবেন।

৭) বিএসএস গ্রুপে যারা যাবেন তার রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান তৃতীয় ঐচ্ছিক ইতিহাস/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিবেন।

৮) আলিম বা এইচ এস সি ( ইসলাম শিক্ষা বিভাগ) হতে যারা ডিগ্রী পাস কোর্সে ভর্তি হবেন তারা রেজাল্ট ভালো করতে হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা এবং আরবি এই তিন বিষয় নিজ পছন্দের তালিকায় রাখবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …