ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ। স্বাস্থ্য পরীক্ষাঃ ২৬ অক্টোবর ২০২২। সহকারি প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স-কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং) পদে নিয়োগের লক্ষ্য এর জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রাথী তালিকা।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর স্মারক নং- ২৭.২৪.০০০০.016.11.001.22.360, তারিখ- ১৪/০২/২০২২ ও স্মারক নং- 27.24.0000.016.11.001.22.9১২, তারিখ-২৩/05/2022 মূলে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির অনুকূলে সহকারি প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং) পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে সুপারিশকৃত নিম্নবর্ণিত ২২ (বাইশ) জন প্রার্থী মেডিকেল চেক-আপ এর জন্য বিবেচিত হয়েছেন।
ডেসকো এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ।
উল্লিখিত সুপারিশকৃত প্রার্থীগণকে আগামী ২৬/১০/২০২২ তারিখ সকাল ১০:০০ টায় প্রধান কার্যালয়ের এইচ.আর.এম বিভাগে (প্লট-২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, নির্ধারিত সময়ে মেডিকেল চেক-আপ এর জন্য উপস্থিত না হলে নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ। মৌখিক পরীক্ষার তারিখঃ ২৯ অক্টোবর ২০২২।
নির্বাহী পরিচালক (অপারেশন) এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বিবেচিত প্রার্থীগনের তালিকা
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ। বিভিন্ন পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের তালিকা।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড। বিগত ১৫/০২/২০22 ও 24/05/2022 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অনুকূলে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ), সাবস্টেশন এটেনডেন্ট, এসিসটেন্ট কমপ্লেইন্ট সুপারভাইজার, এসিসটেন্ট লাইনম্যান ও স্পেশাল গার্ড পদে 17/09/2022 তারিখে এম.আই.এস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও Viva voce or test / practical or both পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত প্রার্থীগণের রোল নম্বরের ক্রমানুযায়ী তালিকা নিম্নে প্রদান করা হলো।
Viva-voce or test/practical or both পরীক্ষার সূচী যথাসময়ে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২