জাতীয় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড হারিয়ে গেলে করণীয় কি দেখে নিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, মার্কশীট, সার্টিফিকেট হারিয়ে গেলে করণীয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, মাস্টার্স ও ডিগ্রিতে কেউ যদি NU Registration Card বা Admit Card হারিয়ে ফেলে তাহলে তাকে কিছু কাজ করার প্রয়োজন হয়।
রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড হারিয়ে গেলে প্রয়োজনীয় কাগজপত্রঃ
- ১। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র
- ২। থানায় জিডি কপি
- ৩। হারানো বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকার কাটিং
- ৪। রেজিস্ট্রেশন কার্ড কপি
- ৫। প্রবেশপত্র/নম্বরপত্র/সনদপত্র কপি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি খুলে দ্বিনকল রেজিষ্ট্রেশন/এডমিট/মার্কশীট/সার্টিফিকেটের জন্য আবেদন করা করতে হবে।
- স্টুডেন্ট আইডি না থাকলে এই লিংক থেকে খুলতে হবেঃ http://services.nu.edu.bd/nu-app/
- আবেদন ফি প্রতিটির জন্য ৫০০ টাকা।
- আবেদন করে পে স্লিপ ডাওনলোড করে সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা দিতে হবে।
রেজিষ্ট্রেশন ও এডমিট এপ্রুভ হলে কলেজ থেকে নিতে হবে। মার্কশীট,সার্টিফিকেট এপ্রুভ হলে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান স্টপ সার্ভিসে থানার জিডি ও হারানো বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকা (মূল কপি) জমা দিয়ে দ্বিনকল কলি নিতে হবে।