Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড হারিয়ে গেলে করণীয় কি দেখে নিন

জাতীয় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড হারিয়ে গেলে করণীয় কি দেখে নিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, মার্কশীট, সার্টিফিকেট হারিয়ে গেলে করণীয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, মাস্টার্স ও ডিগ্রিতে কেউ যদি NU Registration Card বা Admit Card হারিয়ে ফেলে তাহলে তাকে কিছু কাজ করার প্রয়োজন হয়।

 

308615859-3478656012362619-143046954845208053-n-copy

Apply Now by Online

 

রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড হারিয়ে গেলে প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • ১। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র
  • ২। থানায় জিডি কপি
  • ৩। হারানো বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকার কাটিং
  • ৪। রেজিস্ট্রেশন কার্ড কপি
  • ৫। প্রবেশপত্র/নম্বরপত্র/সনদপত্র কপি

 

306940405-3478655989029288-33076169306098175-n

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি খুলে দ্বিনকল রেজিষ্ট্রেশন/এডমিট/মার্কশীট/সার্টিফিকেটের জন্য আবেদন করা করতে হবে।

  • স্টুডেন্ট আইডি না থাকলে এই লিংক থেকে খুলতে হবেঃ http://services.nu.edu.bd/nu-app/
  • আবেদন ফি প্রতিটির জন্য ৫০০ টাকা।
  • আবেদন করে পে স্লিপ ডাওনলোড করে সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা দিতে হবে।

রেজিষ্ট্রেশন ও এডমিট এপ্রুভ হলে কলেজ থেকে নিতে হবে। মার্কশীট,সার্টিফিকেট এপ্রুভ হলে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান স্টপ সার্ভিসে থানার জিডি ও হারানো বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকা (মূল কপি) জমা দিয়ে দ্বিনকল কলি নিতে হবে।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪ – Honours 4th Year Form Fill-Up

অনার্স ৪র্থ বর্ষ (২০১৮-১৯) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই সাথে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা …