বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

পদের নামঃ পিএ/ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর তারিখ:
সময়ঃ সকাল ১১:৩০ হতে দুপুর ১২:৩০

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
(ক) দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা।
(খ) তুমি কাকাকে বারণ করে দাও।
(গ) ছাত্ররা ক্রিকেট খেলে।
(খ) ফুলে ফুলে ঘর ভরেছে।
(ঙ) পুলিশে খবর দাও।

সন্ধিবিচ্ছেদ করুনঃ
(ক) তপোবন, (খ) রাঞ্জী, (গ) মনোরম, (খ)

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
(ক) পুরুষ সিংহ, (খ) ষড়ঋতু, (গ) রক্তাক্ত, (ঘ) হাসিমুখ, (৩) ন্যায়সঙ্গত |

Translation into English:
(ক) পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভাল,
(খ) দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ,
(গ) সে আস্তে আস্তে কথা বলে,
(ঘ) আমার জন্ম ১৯৯০ সালে,
(ঙ) সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে।

Make a sentence with meaning:
(ক) At the bottom, (খ) Hard times, (গ) Blue blood ( ) Up and doing.
(8) At daggers drawn

৬। প্রকৃত গতিবেগ ঘণ্টায় ৭ কি.মি. এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ৩ ঘন্টা লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘণ্টা সময় লাগবে ?
৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কি পরিমান পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ঃ৭ হবে ?

এক কথায় উত্তর দিন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ? (খ) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
(গ) একাত্তরের ডায়েরি কার রচনা? (ঘ) মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা কে ? (ঙ) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ? (চ) সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ? (ছ) এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী ? (জ) বিশ্বের শীর্ষ ঋনদাতা দেশ কোনটি ? (ঝ) ব্লাক ফরেস্ট কোন দেশে অবস্থিত ? (ঞ) জাপানের আইন সভার নাম কী?

সংক্ষেপে উত্তর দিন :
(ক) ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে ?
(খ) চন্দ্ৰবৰ্তী কী ?
(গ) LAN এর পূর্ণরূপ কী ?
(ঘ) CPU এর অংশ (Components) কয়টি ?
(ঙ) মেনু বারে কয়টি মেনু থাকে ?
(চ) প্রথম মাইক্রোপ্রসেসর এর নাম কী?
(ছ) MS Excel এ কতটি রো আছে ?
(জ) কম্পিউটার মেমোরি-কে কী বলা হয় ?
(ঝ) Save এর সর্টকাট কমান্ড লিখুন।
(ঞ) কিবোর্ডে কয়টি Alt Kev থাকে ?

 

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

 

 

 

 

306991130-480344560774235-510917493848891100-n

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …