জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রমোশনের নিয়মাবলী। স্নাতক(সম্মান)/(পাস) প্রমোশন নীতিমালা ১৩-১৪
NUB – ADMISSION INFORMATION & HELP. Effective from the session: 2013-2014.
প্রথম বর্ষ হতে দ্বিতীয় বর্ষ
- ক) সকল কোর্সের পরীক্ষায় অংশ নিতে হবে।
- খ) কমপক্ষে ৩ টি কোর্সে (বিষয়ে) নূন্যতম D বা তার বেশী গ্রেড পেয়ে পাশ করতে হবে।
- গ) কোন একটি পরীক্ষায় অনুপস্থিত থাকলে বাকি সব কোর্সে বাধ্যতামূলক পাশ করতে পারলে শর্ত সাপেক্ষে প্রমোশন দেয়া হবে।
- ঘ) একের অধীর পরীক্ষায় অনুপস্থিত বা এক বিষয় অনুপস্থিতসহ এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে “নট-প্রমোটেড” বিবেচনা করা হবে।
দ্বিতীয় বর্ষ হতে তৃতীয় বর্ষ
- ক) সকল কোর্সের পরীক্ষায় অংশ নিতে হবে।
- খ) কমপক্ষে ৩ টি কোর্সে (বিষয়ে) নূন্যতম D বা তার বেশী গ্রেড পেয়ে পাশ করতে হবে।
- গ) কোন একটি পরীক্ষায় অনুপস্থিত থাকলে বাকি সব কোর্সে বাধ্যতামূলক পাশ করতে পারলে শর্ত সাপেক্ষে প্রমোশন দেয়া হবে।
- ঘ) একের অধীর পরীক্ষায় অনুপস্থিত বা এক বিষয় অনুপস্থিতসহ এক বা েককাধিক বিষয়ে অকৃতকার্য হলে “নট-প্রমোটেড” বিবেচনা করা হবে।
১ম বর্ষে কোন বিষয়ে অকৃতকার্য হলে তার মানউন্নয়ন দিয়ে অবশ্যই পাশ করতে হবে, নতুবা তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে রেজাল্ট স্থগিত থাকবে। ডিগ্রী (পাস) কোর্সের ক্ষেত্রে তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয়া যাবে না।
তৃতীয় বর্ষ হতে চতুর্থ বর্ষ
- ক) সকল কোর্সের পরীক্ষায় অংশ নিতে হবে।
- খ) কমপক্ষে ৪ টি কোর্সে (বিষয়ে) নূন্যতম D বা তার বেশী গ্রেড পেয়ে পাশ করতে হবে।
- গ) কোন একটি পরীক্ষায় অনুপস্থিত থাকলে বাকি সব কোর্সে বাধ্যতামূলক পাশ করতে পারলে শর্ত সাপেক্ষে প্রমোশন দেয়া হবে।
- ঘ) একের অধীর পরীক্ষায় অনুপস্থিত বা এক বিষয় অনুপস্থিতসহ এক বা েককাধিক বিষয়ে অকৃতকার্য হলে “নট-প্রমোটেড” বিবেচনা করা হবে।
১ম ও ২য় বর্ষে কোন বিষয়ে অকৃতকার্য হলে তার মানউন্নয়ন দিয়ে অবশ্যই পাশ করতে হবে, অন্যথা চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
চতুর্থ বর্ষে পরীক্ষায় অংশ নিয়ে কোন বিষয়ে অকৃতকার্য হলে এবং রেজিস্ট্রেশন এর মেয়াদ শেষ হয়ে গেলে সম্মিলিত সিজিপিএ ২.০০ বা তার বেশী ও মোট অর্জিত ক্রেডিট ১০০ এর বেশী হলে তাকে ডিগ্রী(পাস) সনদ দেয়া হবে।
তবে কোন বিষয়ে অনুপস্থিত থাকলে তাকে কোন সনদই দেয়া হবে না।