বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২
বাহিনী: বাংলাদেশ নৌবাহিনী
বিজ্ঞপ্তি প্রকাশ: ১৭ আগস্ট ২০২২
ব্যাচ: ২০২৩
পদ: নাবিক ও এমওডিসি
শূন্যপদ সংখ্যা: অনির্দিষ্ট
চাকরির ধরণ: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
আবেদন মাধ্যমে: অনলাইন
আবেদন ফি: ২০০/- টাকা
অনলাইনে আবেদন শুরু: ১৭ আগস্ট ২০২২
আবেদনের শেষ তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২২
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ
১। পদের নামঃ ডিই/ ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদ সংখ্যাঃ ৪৮৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগ হতে মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
২। পদের নামঃ মেডিকেল
পদ সংখ্যাঃ ৩০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ হতে মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
৩। পদের নামঃ পেট্রলম্যান, রাইটার, স্টোর
পদ সংখ্যাঃ ৮১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
৪। পদের নামঃ কুক ও স্টুয়ার্ড
পদ সংখ্যাঃ ৫৯ টি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
৫। পদের নামঃ এমওডিসি (নৌ)
পদ সংখ্যাঃ ১৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
৬। পদের নামঃ টোপাস
পদ সংখ্যাঃ ২২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২
প্রার্থীর বয়স ও অন্যান্য শর্তাবলী
বয়সঃ ০১ জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৭ বছর হতে ২০ বছর এর মধ্যে হতে হবে। এমওডিসি (নৌ) এর জন্য ১৭ থেকে ২২ বছর।
বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে। প্রার্থীকে সাঁতার জানতে হবে। অবিবাহিত হতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে ২০০ টাকা বিকাশ/ রকেট/ শিওর ক্যাশ/ এম ক্যাশ/ নগদ/ ইত্যাদির মাধ্যমে প্রেরণ করতে হবে।
নৌবাহিনীতে আবেদনের যোগ্যতা
এই সেকশন হতে আমরা জানবো যে নৌবাহিনীতে আবেদন করতে হলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
শাখার নাম শিক্ষাগত যোগ্যতা
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০
মেডিকেল এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০
পেট্রোলম্যন, রাইটার, ষ্টোর ও এমওডিসি (নৌ) এসএসসি/সমমান, জিপিএ ৩.০০
কুক ও স্টুয়ার্ড এসএসসি/সমমান, জিপিএ ২.৫০
টোপাস ৮ম শ্রেণী পাস
শারীরিক যোগ্যতা:
শাখা উচ্চতা বুকের মাপ ওজন
সিম্যান ৫ ফুট ৬ ইঞ্চি
৩০ থেকে ৩২ ইঞ্চি
বয়স ও উচ্চতা অনুযায়ী
পেট্রোলম্যান ৫ ফুট ৮ ইঞ্চি
অন্যান্য শাখা ৫ ফুট ৪ ইঞ্চি
এমওডিসি(নৌ) ৫ ফুট ৬ ইঞ্চি
অন্যান্য যোগ্যতাঃ
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন অন্যান্য কিছু যোগ্যতা দেখে নেই। আবেদন করতে করতে হলে এসব যোগ্যতাও অবশ্যই থাকতে হবে।
জাতীয়তা: বাংলাদেশী।
সাঁতার: অবশ্যই জানতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে বয়স ১৭ – ২০ বছর হতে হবে। তবে এমওডিসি (নৌ) পদের বিপরীতে আবেদন করলে বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।