পরীক্ষার খাতায় যে ভুল গুলো করবেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতায় যে ভুলগুলো করবেন না। করলে নাম্বার কম পাবেন বা আশানুরূপ পাবেন না। বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।
পরীক্ষার খাতায় যে ভুল গুলো করবেন না – জাতীয় বিশ্ববিদ্যালয়
- যে বিভাগ ই আগে লেখেন না কেনো সেটার সব প্রশ্নের উত্তর লিগে তারপর পরের বিভাগে যাবেন।
- এক বিভাগের উত্তর লেখা বাকি রেখে অন্য বিভাগে যাবেন না।
- অন্য বিভাগে যেতে চাইলে পৃষ্ঠা ফাঁকা রেখে যেতে পারেন।
- প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে ক্রমিক নম্বর ইংরেজি/বাংলা যেভাবেই লেখেন না কেনো তা সবসময় একরকম সংখ্যাতে লেখবেন।
- যেমন,, 6,9,14,/৬,৯,১৪।
- প্রশ্নে যতটার উত্তর করতে বলবে ঠিক ততটার উত্তর করবেন।
- বেশি উত্তর করলে অতিরিক্ত শেষের টাতে 10 এ 10 পেলেও ওই নাম্বার যোগ হবে না।
- থিওরি লেখার সময় পয়েন্ট আকারে লিখলে 10 এ 7/8 পেতে পারেন।
- আর যদি এমনি লেখেন তাহলে 4/5/6 এর বেশি দিবে না।
- যাদের গনিত সম্পর্কিত বিষয় আছে তারা যথাসম্ভব ম্যাথ গুলো দেবার চেষ্টা করবেন।
- কেননা অংক ঠিক হলে 10 এ 10 ই দেয়। যদি উত্তর ১৯,২০ হয় তারপরেও 8/9 দিবে।
- হাতের লেখা নিয়ে চিন্তার কারণ নেই। শুধু খেয়াল রাখবেন যেন পড়া যায়।
- আপনি ১০ মার্কের উত্তর ৬ পৃষ্টা লিখলেও যে নম্বর পাবেন।
- ৪ পৃষ্টায় যদি সঠিক তথ্য দিয়ে লিখতে পারেন তাহলেও একই নম্বর পাবেন।
- তাই সময়ের দিকে নজর রেখে অল্প লেখায় সঠিক তথ্য ফুটিয়ে তোলার চেষ্টা করবেন।
- সব প্রশ্নের উত্তর লিখে আসবেন।
- ধরেন আপনি ৫০ এর উত্তর করে আসলেন। সেখানে যদি ২০ পান।
- কিন্তু আপনি যদি ৮০ এর উত্তর করে আসেন তাহলে অবশ্যই পাস মার্ক পাবেন ই পাবেন।
- খাতায় লেখা থাকলে স্যাররা ১/২ করে হলেও দিবে।
- পরিশেষ একটা কথাই বলবো। আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে পড়াশোনার কোনো বিকল্প নেই।
- আর যদি সার্টিফিকেট অর্জন করার জন্য পড়াশোনা করেন। তাহলে আপনি পরীক্ষার আগের রাতে পড়েও সার্টিফিকেট পেয়ে যাবেন।