জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতারণা থেকে সাবধান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ফলাফল প্রকাশের পরে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। তখন তারা কোমলমতি শিক্ষার্থীদের ভুয়া এবং লোভনীয় বিভিন্ন অফার দিতে থাকে। যেমন অনার্স , মাস্টার্স, ডিগ্রী এসব কোর্সের ফলাফল প্রকাশের পরে চক্রটি বেশি সক্রিয় হয়ে ওঠে। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম করে প্রচার করে বলে, যে ফেল বিষয় পাশ করিয়ে দিবে বা এবসেন্ট বিষয় ঠিক করে দিবে, ফলাফল পরিবর্তন করে দিবে।

 

জেনে রাখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় ফেসবুকে ফেরি করে তথ্য প্রচার করে না। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যাললেয় সকল কার্যক্রম অনলাইনে এবং সকল শিক্ষার্থী ওয়েবসাইটের মাধ্যমে সব জানতে পারে।

 

 

ওয়েবসাইট লিংকঃ www.nu.ac.bd  এবং  www.nubd.info

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কবার্তা

১. ফলাফ’ল বা R’esult পরিবর্তন করতে ইন’বক্স;
২. দু’এক বিষয় ফে’ইল থেকে পাস করতে ইন’বক্স;

৩. C/D গেইট প্রাপ্ত বিষয় উন্নয়ন করতে ইন’বক্স;
৪. বোর্ড চ্যালেঞ্জ করতে/ব্যতিত ফল পরি’বর্তন;

৫. পরীক্ষার প্র’শ্নপত্র হবুহু কপি নিতে ইন’বক্স;
৬. সার্টি’ফিকেট বানিয়ে নিতে ইন’বক্সে করুন;

৭. কলেজ পরিবর্তন করতে ইন’বক্স করুন;

সাবধানঃ

  • এমন পোস্ট, কমেন্ট অথবা রিপ্লাই দেখা মাত্র সেটাই রি’পোর্ট টু এডমিন করুন সেই গ্রপে।
  • আপনার নিকটস্থ থানা বা সাইবার ক্রাইমে প্রতারকদের ফোন নাম্বার  জানিয়ে দিতে পারেন।

 

সতর্কতাঃ

  • মনে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় কখনও এভাবে ফলাফ’ল পরিবর্তন বা প্র’শ্ন পত্রের ক’পি পাওয়া যায় না।
  • প্রতারক চক্রের হাতে আপনারা কখনই রোল, রেজিঃ নাম্বার অথবা টাকা প্রেরণ করবেন না।
  • প্রতারণার শিকার হবেন না।

 

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin