জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট আওয়ার কী?

ক্রেডিট আওয়ার’ সম্পর্কে কিছুটা আলোচনা করা যেতে পারে। এক ক্রেডিট আওয়ার সপ্তাহে ৫০-৬০ মিনিটের থিওরি ক্লাস বোঝায়। আসলে এক ক্রেডিট আওয়ারের এ ধরনের সংজ্ঞা সঠিক নয়। ১৫ সপ্তাহের সেমিস্টারে সপ্তাহে ৫০-৬০ মিনিটের থিওরি ক্লাসকে এক ক্রেডিট আওয়ার বলা হয়।
আবার ল্যাবরেটরি কোর্সের ক্ষেত্রে ১৫ সপ্তাহের সেমিস্টারে প্রতি সপ্তাহে ১৫০-১৮০ মিনিটের ক্লাস এক ক্রেডিট আওয়ার হিসেবে বিবেচিত হয়। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারে থিওরি ক্লাসগুলো ১৫ সপ্তাহের কম। অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সিস্টেমের পরিবর্তে ১৩ সপ্তাহের ট্রাইমেস্টার সিস্টেম চালু রয়েছে। অথচ এক ক্রেডিট আওয়ারের সংজ্ঞায় কোনো পরিবর্তন আনা হয়নি।
এটি ক্লাস আওয়ার হিসেবে ধরা হয়।
তত্ত্বীয় শিক্ষাকার্যক্রম:
৪ ক্রেডিট = প্রতি সপ্তাহ ৪ ক্লাস-ঘন্টা
৩ ক্রেডিট = প্রতি সপ্তাহ ৩ ক্লাস-ঘন্টা।
২ ক্রেডিট = প্রতি সপ্তাহ ২ ক্লাস-ঘন্টা
ব্যবহারিক শিক্ষাকার্যক্রম:
৪ ক্রেডিট = প্রতি সপ্তাহ ২ ক্লাস-ঘন্টা
৩ ক্রেডিট = প্রতি সপ্তাহ ২ ক্লাস-ঘন্টা
২ ক্রেডিট = প্রতি সপ্তাহ ১ ক্লাস-ঘন্টা
পোস্টঃ সংগৃহীত ও পরিমার্জিত

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

NU ICT Result 2024 pdf Download | www.nubd.info ICT Result

TABULATION SHEET FOR ICT COURSE EXAMINATION- 2018 (4 CREDIT OPTIONAL COURSE FOR MASTER’S PROGRAM). NU …