জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা (উত্তরপত্র) পূরণ করার পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা (উত্তরপত্র) পূরণ করার পদ্ধতিঃ

  • যেকোনো প্রশ্ন ধারাবাহিক ভাবে লিখতে হবে।
  • যেমন খ বিভাগের প্রশ্ন লেখা শুরু করলে খ বিভাগের ৫টি প্রশ্ন আগে লিখে শেষ করতে হবে।
  • আবার গ বিভাগের প্রশ্ন আগে লেখা শুরু করলে গ বিভাগের প্রশ্ন লেখা শেষ করে তারপর খ বিভাগ লেখা শুরু করতে হবে।
  • আপনি পৃষ্ঠা নয়, আপনি যদি প্রশ্নে যা চেয়েছে তা বুঝিয়ে লিখতে পারেন তাহলে কম লেখাতেও ভালো মার্ক পাওয়া সম্ভব।
  • আসল হচ্ছে আপনি প্রশ্ন অনুযায়ী লিখতে পারছেন কিনা।

প্রসঙ্গঃ পরীক্ষার হলে মূল খাতা ও এক্সট্রা লুজ বা অতিরিক্ত খাতা

প্রশ্নের উত্তর লিখতে লিখতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেয়া মূল খাতার সবগুলো শেষ। এখন করণীয়? আমার তো আরও লিখা বাকি!
আপনাকে বাকি প্রশ্ন লিখার জন্য অতিরিক্ত খাতাও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রে প্রেরণ করা হয়। পরীক্ষার মোটামুটি ২ ঘণ্টা অতিবাহিত হলে অতিরিক্ত খাতা প্রতি রুমে রুমে নিয়ে যাওয়া হয়।
লিখার ধরণের ওপর আপনার অতিরিক্ত খাতা নিতে হয়। অনেকের লিখা বড় বড়, প্রতি পেইজে ৭-৮ লাইন করে লিখা ব্লা ব্লা কারণে আপনার মূল খাতা শেষ হয়ে যায়।

মূল খাতায় করণীয় কি?

# কভার পেইজে টপে একটি বক্স দেয়া থাকে, যেখানে আপনার নাম ইংরেজি বোল্ড অক্ষরে লিখতে হবে অবশ্যই।
# পরীক্ষা কোড, রোল, রেজিস্ট্রেশন নং, বিষয় কোড ইত্যাদি সংবলিত ঘর দেয়া থাকে। ঘরের উপরের অংশে আপনি আপনার পরীক্ষা কোড, রোল, রেজিস্ট্রেশন নং, বিষয় কোড ইত্যাদি নির্ভুলভাবে লিখে দিবেন
# কভার পেইজের একদম ওপরে একটি কোড বা সিরিয়াল দেয়া থাকে। যা আপনাকে সিগনেচার শিটে উঠিয়ে দিতে হবে (ভুল লিখলে খাতা খুজে পাওয়ার সম্ভাবনা নেই, রেজাল্ট পাবেন না)
এ পেইজে আপনার আর কোনো কাজ নেই (পরীক্ষার মাঝখানে বা শুরু হওয়ার ৩০ মিনিট পর হল সুপার এসে সবারটাতে সাইন করে দিবেন)

মূল পাতার প্রথম পৃষ্ঠায় করণীয়ঃ

  • একদম টপ জায়গায় বড় করে আপনার ডিপার্টমেন্ট এর নাম লিখে দিবেন।
  • খালি ঘরে পূরণ করবেন-
  • অনার্স ১ম/২য়/৩য়/৪র্থ বর্ষ পরীক্ষা ২০২০ সাল
  • বিষয়ঃ …………… (ডিপার্টমেন্ট নাম; উদাঃ গণিত)
  • বিষয়ের শিরোনামঃ …………… (উদাঃ গণিত ১ম পত্র)
  • বিষয় কোডঃ …………………. (১২৩৪৫৬)
  • তারিখঃ …………… (পরীক্ষার তারিখ)

এক্সট্রা লুজ বা অতিরিক্ত খাতা

  • অতিরিক্ত খাতায় মূল খাতার প্রথম পৃষ্ঠার মত রীক্ষা কোড, রোল, রেজিস্ট্রেশন নং, বিষয় কোড ইত্যাদি লিখবেন।
  • কত নং অতিরিক্ত খাতা নিলেন তা প্রথম পৃষ্ঠায় লিখবেন (১টি নিলে ০১)
  • অতিরিক্ত খাতার প্রথম পেইজে আরেকটি কোড বা সিরিয়াল থাকবে যা আপনি মূল খাতার পেছনে নিচের অংশে ১ লিখার ঘরে লিখবেন (সাথে স্যারের সাইন নিবেন)।
  • যতটি নিবেন ততটি সিরিয়ালি লিখে দিবেন। যদি কোনোভাবে খাতা সেলাই থেকে ছুটে হারিয়ে যায় তবে এক্সট্রা পেইজের লিখার নাম্বার হারাবেন।
  • আপনার ভুলের জন্য নাম্বার হারাতে পারেন বা খাতাও হারিয়ে যেতে পারে। সুতরাং সব ঠিকঠাক ভাবে পূরণ করবেন।

একজন পরীক্ষার্থী হিসেবে হল ত্যাগ করার পূর্বে এগুলো রিচেক করা আপনার ব্যক্তিগত দায়িত্ব ও কর্তব্য। সুতরাং ভুল থেকে বিরত থাকুন। আশার করি বুঝতে পেরেছেন।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …