মাস্টার্স (প্রাইভেট) ভর্তি কার্যক্রমের আবেদনের সময়সীমা বৃদ্ধি

২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের অনলাইনে রেজিষ্ট্রেশন আবেদনের সময়সীমা ০৬/০৩/২০২২ইং তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।

 

মাস্টার্স (প্রাইভেট) ভর্তি কার্যক্রমের আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

 

 

আবেদন যোগ্যতাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সাল থেকে ২০১৯ সালসমূহে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা প্রিলিমিনারী টু মাস্টার্স(মাস্টার্স ১ম পর্ব) পরীক্ষায় ন্যুনতম ৪৫% নম্বর/ CGPA ২.২৫ পেতে হবে।

সদ্য প্রিলিমিনারী টু মাস্টার্স(২০১৭-১৮) পাস করা শিক্ষার্থীরাও উক্ত মাস্টার্স প্রাইভেট কোর্সে এডমিশন নিতে পারবেন।

 

◼️ অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ

  • অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নং।
  • দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে, রেজিষ্ট্রেশন ফিসহ কলেজে জমা দেওয়ার পর রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে! সরকারি কলেজেসমূহ নিদিষ্ট সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবে,তাই অবশ্যই সরকারি কলেজের নোটিশের খোঁজ রাখবেন। সরকারি কলেজে রেজিষ্ট্রেশন ফি ১৪০০ এর মধ্যে হবে।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now