জুনিয়র ফিল্ড অফিসার এবং ওয়াচার কনস্টবল পদের ফলাফল প্রকাশ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (NSI / CNP) এর জুনিয়র ফিল্ড অফিসার এবং ওয়াচার কনস্টবল পদের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ।নির্বাচিতঃ ৭২০ + ৪,৯০৩ জন। ফলাফল দেখুন নিচের লিংক থেকে।

 

জুনিয়র ফিল্ড অফিসার অফিসার পদের ফলাফলের পিডিএফ ডাউনলোড

জুনিয়র ফিল্ড অফিসার” পদের এমসিকিউ টেস্ট এর ফল প্রকাশ প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত গত ২৪-০৯-২০২১ তারিখে “জুনিয়র ফিল্ড অফিসার” পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত এমসিকিউ পরীক্ষায় জেলা ভিত্তিক মেধা তালিকা অনুযায়ী প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সর্বমোট ৭২০ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নে দেয়া হলোঃ

ওয়াচার কনস্টবল পদের ফলাফলের পিডিএফ ডাউনলোড

 

“ফিল্ড স্টাফ (পূর্ব পদনামঃ ওয়াচার কনস্টেবল)” পদের এমসিকিউ টেস্ট এর ফল প্রকাশ প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত গত ১৭-০৯-২০২১ তারিখে “ফিল্ড স্টাফ” পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত এমসিকিউ পরীক্ষায় জেলা ভিত্তিক মেধা তালিকা অনুযায়ী প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সর্বমোট ৪৯০৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নে দেওয়া হলোঃ

 

 

ওয়াচার কনস্টেবল পদের ২ পৃষ্টার পিডিএফ দিয়েছি, আপনি ১৪ পৃষ্ঠার পিডিএফ ডাউনলোড করতে চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করুন।

Result: MCQ Test [ Junior Field Officer ]

Result: MCQ Test [ Watcher Constable ]

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

SICIP Job Circular 2024 | SICIP Project Job Circular pdf

The Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) has recently published its job circular …